জোর করে ভাড়া আদায়কারির বিরুদ্ধে ডলি বেগমের হুশিয়ারি

By: রাশেদ শাওন ২০২০-০৫-০২ ১০:৪৬:১৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৫১:৩৪ এএম সামাজিক যোগাযোগ
স্কারবোরোর সাউথইস্ট এলাকার এম পি পি ডলি বেগম

অন্টারিও-র প্রভেন্সিয়াল সরকার কোভিট-১৯ এর কারণে সৃষ্ট জটিলতায় বাসা ভাড়া দিতে না পারা ভাড়াটিয়াদের বিরুদ্ধে সব ধরনের ইভিকশনকে অবৈধ ঘোষণা করেছে। যেসব ল্যান্ডলর্ড ভাড়া না পেয়ে ভাড়াটিয়াদের বিরুদ্ধে এন-৪ ইভিকশন ইস্যু করেছে তারা ভুল করেছে বলে উল্লেখ করেছেন স্কারবোরোর সাউথইস্ট এলাকার এম পি পি ডলি বেগম। 

আজ ২ মে বেলা ৪ টায় স্কারবোরোর সাউথইস্ট এলাকার বাসিন্দাদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে থেকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। 

ভিডিও বার্তায় ডলি বলেন, “আমি কথা বলছি আমার নির্বাচনী এলাকার সেইসব ভাড়াটিয়াদের হয়ে যারা কোভিট-১৯ এর কারণে সৃষ্ট জটিলতায় বাসা ভাড়া দিতে পারছেন না তাদের পক্ষে। আপনারা একা নন। অন্টারিও সরকার এই মহামারির সময় সব ধরনের ইভিকশনকে অবৈধ ঘোষণা করেছে। যেসব ল্যান্ডলর্ড ভাড়া না পেয়ে ভাড়াটিয়াদের বিরুদ্ধে এন-৪ ইভিকশন ইস্যু করেছে তারা ভুল করেছে।”  

তিনি আরও বলেন, “এই দুর্যোগ মুহূর্তে এ ধরনের নোটিশ জারি করা বেআইনি ও সরকার বিরুদ্ধ। এবং তারা ভাড়া আদায়ে করতে না পেরে কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করার অধিকার রাখে না। এটি অমানবিকও বটে।”

“কেউ যদি এর অন্যথা করে আপনাকে অপদস্ত করে, হুমকি দেয় অথবা বিষয়টি সমাঝোতা করতে না চায় তাহলে আমার সাথে অথবা আমার অফিসে যোগাযোগ করুন। সরকারের পক্ষ থেকে পাওয়া আপদকালীন সাহায্যের অর্থ দিয়ে বাসা ভাড়া পরিশোধের জন্যে আপনার ল্যান্ডলর্ড চাপ দিতে পারে না। এই টাকা কিভাবে খরচ করবেন তা আপনি ঠিক করবেন। অগ্রাধিকার ভিত্তিতে আপনার যে খরচটি আগে করা দরকার সেটি আপনি সিদ্ধান্ত নিবেন। কেউ চাপ দিয়ে আপনার পকেট থেকে সেই টাকা নিয়ে যেতে পারে না।”- বলেন তিনি।   

ডলি উল্লেখ করেন, “এটি খুবই কঠিন সময়। এই যুদ্ধে আমি আপনাদের সাথে আছি।”

ভিডিও বার্তাটির সাথে ডলি বেগম তাঁর ফেসবুক পাতায় ইংরেজিতে লেখেন, ‘আমি আমার রাইডিং স্কারবোরোর সাউথইস্ট এ বসবাসরত বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি বাড়ির মালিকরা ভাড়াটিয়াদেরকে এন৪ ইভিকশন নোটিশ দিয়েছেন। সরকারের কাছ থেকে পাওয়া খাবার অথবা মেডিসিন কেনার অর্থ দিয়ে জোরপূর্বক ভাড়া দিতে বাধ্য করছেন শুনে যার পর নাই বিস্মিত হয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আমি সেইসব বাড়িতে বসবাসরতদের বলতে চাই, আপনারা কেও একা নন। আমি আপনাদের সাথে আছি।’