সাকিবের ১০ বছর আগের রেকর্ডে হোল্ডারের ভাগ

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-০৯ ৫:২৩:১৫ এএম আপডেট: ২০২৪-০৪-২৫ ১২:১৯:৫১ এএম খেলাধুলা
ক্যারিবিয়ান ক্রিকেটার জেসন হোল্ডার

কোভিড-১৯ এর ফলে সৃষ্ট মহামারীতে আরোপিত লকডাউন তুলে নেওয়ার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এই ম্যচের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২০৪ রানে গুড়িয়ে দিয়েছে ক্যারিবিয়রা। এতে সামনে থেকে নেতৃত্ব দেন জেসন হোল্ডার।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিয়েছেন ৬ উইকেট। ফলে গড়লেন বিরল এক কীর্তিও। ইংল্যান্ডে ১০ বছর পর টেস্ট ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন কোনো অধিনায়ক। সবশেষ এই অভিজ্ঞতা হয় বাংলাদেশে ক্রিকেটের প্রাণভোমরা হিসেবে খ্যাত সাকিব আল হাসান।

হোল্ডার ৬ উইকেট নিয়েছেন ৪২ রানে। ২০১০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সেই সময়ের বাংলাদেশ অধিনায়ক সাকিব। মাঝের দশ বছরে আর কোনো অধিনায়ক ইংল্যান্ডে পাননি ৫ উইকেট।

 

হোল্ডার-সাকিবদের কীর্তিটাও বিরল। ১৮৮২ সাল থেকে টেস্ট ম্যাচ হচ্ছে ইংল্যান্ডে। মাত্র সপ্তম সফরকারী অধিনায়ক হিসেবে এখানে এই স্বাদ পেলেন হোল্ডার। সঙ্গে ইংলিশ অধিনায়কদের বিবেচনায় নিলেও সংখ্যাটি মাত্র ১২।

 

হোল্ডারের আগে ওয়েস্ট ইন্ডিজের একজন অধিনায়কই এটি করতে পেরেছিলেন। সর্বকালের সেরা অলরাউন্ডার বলে বিবেচিত স্যার গ্যারি সোবার্স নেতৃত্বের পথচলায় দুবার ইংল্যান্ডে নিয়েছিলেন ৫ উইকেট, ১৯৬৬ ও ১৯৬৯ সালে। দুবারই হেডিংলিতে।

 

সোবার্স একবার ৪২ রানে নিয়েছিলেন ৫ উইকেট, আরেকবার ৪১ রানে ৫। ক্যারিবিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তাই হোল্ডারের।

 

সব দেশ মিলিয়ে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ডের হাতছানিও এক পর্যায়ে ছিল হোল্ডারের সামনে। সেটি শেষ পর্যন্ত হয়নি। এই রেকর্ড ইমরান খানের। ১৯৮৭ সালে হেডিংলিতে সেই সময়ের পাকিস্তান অধিনায়ক ৪০ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

 

হোল্ডারের নিজের আগের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ২০১৮ সালে, বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকায় ৫৯ রানে ৬ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ৩৫/১) ৬৭.৩ ওভারে ২০৪ (বার্নস ৩০, ডেনলি ১৮, ক্রলি ১০, স্টোকস ৪৩, পোপ ১২, বাটলার ৩৫, বেস ৩১*, আর্চার ০, উড ৫, অ্যান্ডারসন ১০; রোচ ১৯-৬-৪১-০, গ্যাব্রিয়েল ১৫.৩-৩-৬২-৪, জোসেফ ১৩-৪-৫৩-০, হোল্ডার ২০-৬-৪২-৬)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৯.৩ ওভারে ৫৭/১ (ব্র্যাথওয়েট ২০*, ক্যাম্পবেল ২৮, হোপ ৩*; অ্যান্ডারসন ৮-৪-১৭-১, আর্চার ৬-০-২০-০, উড ৩.৩-১-৮-০, স্টোকস ২-১-৬-০)