মাঠে ফিরছে ক্রিকেটও

২০২০-০৬-০২ ৪:২৭:২৭ এএম আপডেট: ২০২৫-০৫-০৯ ৬:২৫:১২ এএম খেলাধুলা
অনলাইন থেকে সংগৃহীত

ফুটবলের পর এবারে মাঠে ফিরেছে ক্রিকেটও। আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট খেলতে ইংল্যান্ড সফর করবে জেসন হোল্ডারের দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন টেস্টের সময় সূচি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সরকার সবুজ সংকেত দিলেই মাঠে নামবে দুই দল।

 

জানা গেছে, ৮ জুলাই মাঠে গড়াতে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টটি হবে ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই। ফুটবলের মতো দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি।

 

এদিকে আরও জানা গেছে, ৮ জুলাই প্রথম টেস্ট হলেও এক মাস আগে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। করোনার ঝুঁকি এড়াতে আগামী ৯ জুন বিশেষ বিমানে করে ইংল্যান্ড সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের আগে ৩ সপ্তাহ কোয়ারেন্টিনে কাটাবে হোল্ডারের দল। কোয়ারেন্টিনের জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ব্যবহার করবে ক্যারিবীয়রা। এরপর প্রথম টেস্টের আগে সাউদাম্পটন সফর করবে সফরকারীরা।

 

সিরিজ সামনে রেখে ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইসিসি নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে।