- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
দিল্লি থেকে ‘বাস টু লন্ডন’ : ৭০ দিনের ভ্রমণ ব্যয় ২০ হাজার ডলার
বাসে করে দিল্লি থেকে লন্ডন যাত্রা! কাল্পনিক মনে হলেও বাস্তবে এমনটাই ঘটতে যাচ্ছে।
অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বলে জানা গেছে। ১৫ আগস্ট এই বাস সার্ভিসের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান তিন বছর আগে দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারাই নিয়েছেন এমন রোমাঞ্চকর উদ্যোগ।
মোট ১৮টি দেশের ওপর দিয়ে যাবে দিল্লি থেকে লন্ডনগামী ওই বাস। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিজিঘিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে এ এক সুবর্ণ সুযোগ।
৭০ দিনের ওই সফরে যাত্রীদের জন্য থাকবে নানা ব্যবস্থা। তাদের বিভিন্ন দেশে ফোর বা ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করে দেবে সংস্থাটি। এছাড়া এই সফরে যাওয়ার জন্য মোট দশটি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও সংস্থাটি করে দেবে।
২০ সিটের ওই বাসে ২০ জন যাত্রীর পাশাপাশি থাকবেন আরও চারজন ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, অ্যাটান্ডান্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন। এছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের।
বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘বাস টু লন্ডন’।
পুরো সার্ভিসে থাকছে ৪টি ক্যাটাগরি। কেউ যদি লন্ডন পর্যন্ত না যেতে চান, তা হলে তিনি কয়েকটি দেশ ঘুরে নিজ উদ্যোগে ফিরেতে পারবেন দিল্লিতে। সেক্ষেত্রে একরকম প্যাকেজ ধার্য করা হবে। তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে একেকজনের খরচ পড়বে ২০ হাজার ডলার।
সূত্র: সিএনএন ও জি নিউজ।