বাংলাদেশে ফেসবুকের নতুন কর্মকর্তা শাবহানাজ রাশিদ, কি তার পরিচয়

By: সুখবর ডেস্ক ২০২০-০৯-০৮ ১০:০৯:৩২ এএম আপডেট: ২০২৪-০৪-২৬ ১০:৪৪:২৯ এএম বাংলাদেশ
শাবহানাজ রাশিদ দিয়া

বিশ্বের শীর্ষ স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি বাংলাদেশ অ্যাফেয়ার্স অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে শাবহানাজ রাশিদ দিয়াকে। তিনি স্থানীয় কনটেন্ট তদারকির কাজে নিয়োগ পেয়েছেন।

সোমবার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরের সঙ্গে এক অনলাইন বৈঠকে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় ফেসবুক টিম শাবহানাজ রাশিদকে বাংলাদেশের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 


কে এই শাবহানাজ রাশিদ দিয়া

শাবহানাজ রাশিদ দিয়া একজন বাংলাদেশি লেখিকা ও কম্পিউটেশনাল সোস্যাল সায়েন্টিস্ট। প্রযুক্তি, বৈশ্বিক উন্নয়ন ও অর্থনৈতিক নীতিমালা নিয়ে কাজ করেন তিনি। সিয়াটল, স্যান ফ্রান্সিস্কো ও ঢাকায় বসবাস তার।


পেশাগত অভিজ্ঞতা

প্রযুক্তি ও বৈশ্বিক উন্নয়নের ওপর জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা মাধ্যমে লেখালেখি করেন শাবহানাজ।

প্রথমে প্রতিবেদক এবং পরে সহ-সম্পাদক ও কলামিস্ট হিসেবে দ্য ডেইলি স্টার পত্রিকায় ১৪ বছর তিনি কাজ করেছেন। তার লেখা ও সাক্ষাৎকার ইতোমধ্যেই উইয়ার্ড, বার্কেলি পাবলিক পলিসি জার্নাল, দ্য হাফিংটন পোস্ট, আল জাজিরা, ঢাকা ট্রিবিউন, প্রথম আলো, দ্য ডেইলি সান, দৈনিক ইত্তেফাক ও ইয়ুথ কি আওয়াজে প্রকাশ পেয়েছে।

২০১০ সালে আলোকচিত্র সাংবাদিকতার জন্য মেমোরি অব আলেক্সান্ড্রা বুলাটের ফাউন্ড্রি ফটোজার্নালিজম স্কলারশিপে ভূষিত হন তিনি।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে 'ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন' নামে একটি সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠা করেন শাবহানাজ। ১৬ থেকে ২৫ বছর বয়সীদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসেবা দেওয়ার পরামর্শক প্রতিষ্ঠান এটি।

ওই সংস্থা বাংলাদেশে দুই শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে, যেগুলোর সুবিধা পেয়েছে প্রায় ১২ লাখ মানুষ এবং বৈশ্বিকভাবে দেড় হাজার তরুণের পরামর্শক হিসেবে কাজ করেছে- যাদের ৬৫ শতাংশই নারী। ওডিআইএফের হয়ে তিনি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র সরকারের পরামর্শক হিসেবে ডিজিটাল ও ইকোনোমিক ইনক্লুশান, বিগ ডাটা অ্যানালাইটিকস ও প্রাইভেসি-প্রোটেকটিভ টেকনোলজি রেগুলেশনের ওপর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, বিশ্বব্যাংক, ইউএস অ্যাজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন, ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স ও গুগলে কাজ করেছেন।


কাজের জন্য প্রচুর স্বীকৃতিও পেয়েছেন শাবহানাজ। এরমধ্যে রয়েছে জোন্টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়ং উইমেন ইন পাবলিক অ্যাফেয়ার্স, ইয়ুথঅ্যাকশননেট লরিয়েট গ্লোবাল ফেলো, ওয়ান ইয়ং ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, অশোকা ফেলো, দ্য এশিয়া ২১ ইয়ং লিডার এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ইয়ং লিডার ইন পলিটিকস অ্যান্ড নিউ মিডিয়া।

২০১৩ সালে যুক্তরাষ্ট্র সরকার শাবহানাজ ও ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশনকে সে বছরের এপ্রিলে রানা প্লাজা ধসের শিকারদের সহযোগিতা করে উদাহরণ সৃষ্টি করায় পুরস্কৃত করে। এর পরের বছর, দেশে লৈঙ্গিক সমতার পক্ষে কাজের জন্য ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন জাতিসংঘ এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ও লাতিন আমেরিকান সাত নারী রাষ্ট্রদূতের কাছ থেকে স্বীকৃতি পায়। 


দেশের প্রথম স্টার্টাপ হ্যাকাথন (স্টার্টাপ উইকেন্ড) ও প্রতিযোগিতাগুলো আয়োজনের মাধ্যমে স্টার্টাপ ইকোসিস্টেমে সক্রিয় ভূমিকা পালন করেন শাবহানাজ। এ প্রচেষ্টায় সফল এবং স্টার্টার ইন্ডাস্ট্রির উত্থানে তিনি যৌথভাবে 'ইনহাউস' প্রতিষ্ঠা করেন। এটি ক্ষুদ্র ও মিশন-ফার্স্ট ব্যবসায় দেশের প্রথম কো-ওয়ার্কিং ও কোলাবরেশন স্পেস।


তিনি ঢাকায় ‘ইনসিড’ ও ‘টেডএক্স’-এর একজন সোস্যাল এন্ট্রাপ্রেনারশিপ ফেলো।


শিক্ষাদিক্ষা

দেশের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে ইকোনোমিকস ও ফিল্ম স্টাডিজে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলি থেকে পাবলিক পলিসিতে (ফোকাসিং অন ডাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন শাবহানাজ।