প্রথম নারী হিসেবে ইনস্টাগ্রামে ২০১ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ আরিয়ানার

By: সুখবর ডেস্ক ২০২০-০৯-০৭ ৮:০৫:০৫ পিএম আপডেট: ২০২৪-১২-০৫ ৯:০০:৫২ এএম সামাজিক যোগাযোগ
মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ড

মিলিয়ন মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে তার। গান নিয়ে ট্যুর করেছেন পৃথিবীর নানা প্রান্তে। জয় করেছেন অনেক পুরস্কার। মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের জনপ্রিয়তার ভাণ্ডারে এবার যুক্ত হলো আরেকটি পালক। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা স্পর্শ করল ২০১ মিলিয়নের মাইলফলক। এটিই ইনস্টায় কোনো নারীর সর্বোচ্চ ফলোয়ার সংখ্যা।

‘থ্যাংক ইউ, নেক্সট’ অ্যালবামের এই গায়িকা এই সপ্তাহান্তে এমন মাইলফলকে পৌঁছালেন, যেটি তার আগে স্পর্শ করেছেন মাত্র একজন- পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফলোয়ার সংখ্যায় আরিয়ানার ঠিক পেছনেই রয়েছেন কাইলি জেনার (১৯৪ মিলিয়ন) এবং সেলেনা গোমেজ (১৯২ মিলিয়ন)।

আরিয়ানাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে তার ‘রেইন অন মি’ গানের সহশিল্পী লেডি গাগা লিখেছেন: ‘ফলোয়ার সংখ্যা ২০ কোটি হওয়ায় আমার বন্ধু আরিয়ানাকে অভিনন্দন! তুমি তো রানি! মুকুট পরে নাও!’

এর আগে, গত রোববার এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডসের মঞ্চে নিজেদের গানটি পরিবেশনা করেছেন এই জুটি এবং জিতে নিয়েছেন ‘বেস্ট কোলাবরেশন’ ও ‘সং অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড।

বন্ধুর বার্তার জবাবে আরিয়ানা লিখেছেন, ‘তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি বলে অনেক ধন্যবাদ, লেডি গাগা। তোমাকে অন্তরের সবটুকু দিয়ে, সবসময় ভালোবাসি।’

অবশ্য ২০ কোটি ফলোয়ারের মাইলফলকে পৌঁছানো নিয়ে এখনো কোনো পোস্ট দেননি ২৭ বছর বয়সী আরিয়ানা।