প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিমসহ নানা সুবিধা চালুর নির্দেশনা আসছে শিগগিরি

By: সুখবর ডেস্ক ২০২০-০৮-০৯ ২:৫৮:০৭ পিএম আপডেট: ২০২৫-০১-০৪ ৫:১৬:২৬ পিএম বাংলাদেশ
অনলাইন থেকে সংগৃহীত ছবি

প্রবাসীদের জন্য দেশের যে কোনো ব্যাংকের শাখায় সঞ্চয় স্কিম চালুর সুবিধা দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। প্রমাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তি ভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন প্রবাসীরা।

সঞ্চয় স্কিমের মেয়াদ এক বছর কিংবা এর অধিক হতে পারবে। সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ঋণ নেয়ারও সুযোগ পাবেন তারা। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তরিত করেই সঞ্চয়ী স্কিমগুলো পরিচালিত হবে।

বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যেই একটি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। অচিরেই এ প্রজ্ঞাপন জারি হবে। 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে ফেরার পর প্রবাসীরা যেন আর্থিক অনটনে না পড়েন, সে চিন্তা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপন জারির পর দেশের যে কোনো ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা সরাসরি দেশে খোলা ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন। পরবর্তীতে বৈদেশিক মুদ্রা বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তরিত করে তাদের ব্যাংক হিসাবে জমা হবে। তারা যদি অস্থায়ী সফরে বা দেশে বেড়াতে আসেন, তাহলে নির্দিষ্ট ব্যাংকে নগদ অর্থ এবং গহনা জমা দেওয়ার ফর্ম পূরণ করে সরাসরি অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা দিতে পারবেন।

এ পদক্ষেপ অনাবাসী প্রবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা বলয় তৈরিতে সহায়ক হবে বলেও জানান এ কর্মকর্তা।

প্রবাসীদের করা স্কিমগুলোর বিপরীতে প্রতিযোগিতামূলক সুদ প্রদানেও বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হবে। 

পাশাপাশি আরো নানা প্রকার সুবিধার মাধ্যমে প্রবাসীদের উৎসাহিত করতে বাণিজ্যিক ব্যাংক সমূহকে নির্দেশ দেবে বাংলাদেশ ব্যাংক।