- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
জয়ে শুরু বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের
নাঈমুর রহমানের দূর্জয়ের স্পিন জাদুতে পরাস্ত হয়েছে ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯’-এর প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিপক্ষকে ১২ রানে হারিয়ে বাংলাদেশ ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের শুরুটা ভালো করেছে।
গতকাল বুধবার চিসউইক বার্লিংটন লেন মাঠে আগে ব্যাটিং করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আটকে যায় ১২৩ রানে। বাংলাদেশের হয়ে এ ম্যাচে মাঠে নামেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। এ ছাড়া খেলেছিলেন লন্ডনের স্থানীয় একাডেমির দুই বাংলাদেশি তরুণ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রায়হান। এ ছাড়া মারুফ ৩২, শিয়ান ১৬, তন্ময় ১৫, বাপ্পি ১৩, মনির ৮ রান করেন।
বোলিংয়ে অধিনায়ক দুর্জয় বাংলাদেশের সেরা। ১১ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং দিশেহারা করে দেন। এ ছাড়া বাপ্পি, এনামুল ও ইমান একটি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের শুরুটা ভালো হয়েছিল। ওপেনার জাফর ৩৯ ও তিনে নামা আব্বাস ৩৫ রান করেন। তাদের ফেরার পর বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানের কোনো সাংসদ।
বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯’ আয়োজিত হয়েছে। দুটি গ্রুপে অংশ নিচ্ছে আটটি দল। 'এ' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।