বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াস ওয়েস্ট ইন্ডিজ

By: রাশেদ শাওন ২০১৯-০৯-০২ ৯:২৮:৪৪ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ১১:৫৭:২২ এএম খেলাধুলা
‘ভারত-ওয়েস্ট ইন্ডিজ’ দ্বিতীয় টেস্টের একটি দৃশ্য

দ্বিতীয় টেস্টেও মুখরক্ষা হয়নি ক্যারিবিয়ানদের। ২৫৭ রানে বড় ব্যাবধানে ভারতের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহেলিরা ইনিংস ঘোষণা করে ১৬৮ রানে। তাতে ক্যারিবিয়ানদের সামনে দাড়ায় ৪৬৭ রানের টার্গেট। ব্যাট করতে নেমে মাত্র ২১০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২৫৭ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় ভারত।

ভারতের দুরন্ত বোলিং লাইন আপের কাছে কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানই প্রায় মুখ তুলে দাঁড়াতে পারেনি। একমাত্র শামরাহ ব্রুকসের ব্যাট থেকে অর্ধশতরান আসে। তিনিও ৫০ রান করে রান আউট হয়ে যান। ক্যাপ্টেন কোহলি তাঁকে রান আউট করেন। এছাড়া জেসন হোল্ডার করেন ৩৯ রান এবং ব্ল্যাকউডের ব্যাট থেকে উঠে আসে ৩৮ রান। তাছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই রান পাননি।

এদিন ফের চমক দেখিয়েছেন মোহাম্মদ সামি। ৬৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। চমক দেখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তারও শিকার ৩ উইকেট। ইশান্ত শর্মা ২টি এবং প্রথম ইনিংসের সফল বোলার বুমরাহ পান এক উইকেট।