শিরোপা মাহমুদউল্লাহর, টুর্নামেন্ট সেরা মুশফিক

By: সুখবর ডেস্ক ২০২০-১০-২৫ ২:৪০:২৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৪৬:৪৯ এএম খেলাধুলা
জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামলো ২৫ অক্টোবর। ফাইনালে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাহমুদমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্ট সেরা হলেন মুশফিকুর রহিম।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে নাজমুল একাদশ। ম্যাচ সেরা সুমন খানের বোলিং তোপে এলোমেলো তাদের ব্যাটিং লাইন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুরের ৭৫ রানের দারুণ ইনিংসের পরও ৪৭.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। 

জবাবে শুরুটা ভালো না হলেও চাপ কাটিয়ে উঠতে সময় লাগেনি মাহমুদউল্লাহর দলের। মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে গেলেও নিজেকে ফিরে পাওয়া লিটন কুমার দাস দলকে পথ দেখাতে থাকেন। পরে যোগ দেন ইমরুল কায়েস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই জয় নিশ্চিত হয় তাদের। মাহমুদউল্লাহর দল ম্যাচ জিতে নেয় ২৯.৪ ওভারেই।


ফাইনাল শেষে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয় এ সময়। চ্যাম্পিয়ন হিসেবে মাহমুদউল্লাহর দল পেয়েছে ১৫ লাখ টাকা। রানার্সআপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে সাত লাখ টাকা। 

টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন নাজমুল একাদশের মুশফিকুর রহিম। আর্থিক পুরস্কার ২ লাখ টাকা উঠেছে তার পকেটে। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুর পেয়েছেন এক লাখ টাকা। টুর্নামেন্টের সেরা বোলার রুবেল হোসেন ও সেরা ফিল্ডার নুরুল হাসান সোহানও পেয়েছেন এক লাখ টাকা করে। ফাইনালে বল হাতে আগুন ঝড়িয়ে ম্যাচ সেরা হওয়া সুমন খানও পেয়েছেন এক লাখ টাকা।


সংক্ষিপ্ত স্কোর

নাজমুল একাদশ: ৪৭.১ ওভারে ১৭৩/১০ (শান্ত ৩৪, মুশফিক ১২, হৃদয় ২৬, শুক্কুর ৭৫; সুমন ৫/৩৮, রুবেল ২/২৭, মিরাজ ১/৩৯, মাহমুদউল্লাহ ১/২৮)।

মাহমুদউল্লাহ একাদশ: ২৯.৪ ওভারে ১৭৭/৩ (লিটন ৬৮, মাহমুদুল ১৮, ইমরুল ৫৩*, মাহমুদউল্লাহ ২৩*; নাসুম ২/৪৮)।


কার ঝুলিতে কোন পুরস্কার:

ম্যাচ সেরা: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যাচের সেরা বোলার: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যাচের সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ) 

ম্যাচের সেরা বোলার: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যাচের সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্ট সেরা: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

টুর্নামেন্ট সেরা বোলার: রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্ট সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

কামব্যাক অব দ্য টুর্নামেন্ট: তাসকিন আহমেদ (নাজমুল একাদশ)

সেরা উদীয়মান খেলোয়াড়: রিশাদ আহমেদ (নাজমুল একাদশ)

 

প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড 

মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয়