এবারে ৫০ জনের গ্রুপ ভিডিও কলের সুবিধা ফেসবুকে

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-২৪ ৮:২০:২৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৯:০২:০৬ এএম বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি : ফেসবুক

নতুন লাইভ ভিডিও কলের সুবিধা যোগ হেচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, লাইভ ভিডিও কলে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ জন।

ফেসবুক আরও জানিয়েছে, প্ল্যাটফর্মের যে কোনো প্রোফাইল, পেজ বা গ্রুপ থেকে গ্রুপ ভিডিও কলটি লাইভ সম্প্রচার করতে পারবেন গ্রাহক। আগে ফেইসবুকে কোনো ভিডিও কল লাইভ সম্প্রচার করতে হলে অন্য কোনো সেবার সহায়তা লাগতো।

করোনাভাইরাস লকডাউনে চাহিদা বেড়েছে ভিডিও কনফারেন্সিং সেবাগুলোর। এই সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও মিটিং অ্যাপ জুম-এর সেবা। ভিডিও কনফারেন্সিং সেবার এই বাড়তি চাহিদার কারণেই ফেসবুক প্ল্যাটফর্মেও একই ধরনের সেবা যোগ করারই একটি প্রচেষ্টা মেসেঞ্জার রুমের এই ফিচারটি।

ফেসবুক আরও জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই নির্দিষ্ট কিছু দেশে নিজস্ব প্ল্যাটফর্ম এবং মেসেঞ্জার ওয়েব সংস্করণে চালু হচ্ছে নতুন এই ফিচারটি। ইতোমধ্যেই মেসেঞ্জার রুমস রয়েছে এমন অন্যান্য দেশেও শীঘ্রই ফিচারটি চালু করবে ফেসবুক।

এক বছর আগের চেয়ে চলতি বছর জুন মাসে ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার দ্বিগুণ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে বিভিন্ন দেশে লকডাউন শুরুর পর থেকে বাড়তে শুরু করেছে লাইভ সম্প্রচার।