- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
ক্যান্সার জয়ী সারাহ’র ইংলিশ চ্যানেল পাড়ির রেকর্ড
যুক্তরাষ্ট্রের কলোরাডোর ৩৭ বছর বয়সী নারী সারাহ থমাস। গত বছর তিনি ক্যান্সারকে জয় করে ফেরেন মৃত্যূ মুখ থেকে।
রোববার সকালে তিনি শুরু করেন এক দুঃসাহসিক এক অভিযান। এক নাগাড়ে ৫৪ ঘণ্টারও বেশি সময় সাঁতার কাটেন।
আর এটি একটি রেকর্ডও বটে। তিনি প্রথম বারের মতো বিরতিহীনভাবে সাঁতার কেটে ইংলিশ চ্যানেল চারবার পাড়ির রেকর্ড গড়েছেন।
বিবিসি জানায়, স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন থমাস। গতবছরই তার চিকিৎসা প্রক্রিয়া শেষ হয়েছে। তার এই ইংলিশ চ্যানেল পাড়িকে তিনি উৎসর্গ করেছেন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষদের জন্য।
প্রায় ৮০ মাইল সাঁতার কাটার কথা ছিল থমাসের। কিন্তু তীব্র স্রোতের কারণে শেষ পর্যন্ত তাকে ১৩০ মাইলের মতো সাঁতরে পার হতে হয়েছে।মঙ্গলবার সকালের দিকে শেষ হয় তার সাঁতার কাটা।
এরপর ডোভারে তীরে ওঠার পর বিবিসি’কে তিনি বলেন, “বিশ্বাসই করতে পারছি না যে এটা করতে পেরেছি। আমার সঙ্গে দেখা করা এবং শুভকামনার জন্য অনেকেই তীরে হাজির হয়েছেন। খুবই ভাল একটি ব্যাপার। সত্যি বলতে কী আমি নিজেই অবাক হয়েছি।’’
অভিজ্ঞ সাঁতারু থমাস এর আগে ২০১২ সালে প্রথম ইংলিশ চ্যানেলে সাঁতার কাটেন। এরপর আবার তিনি সাঁতার কাটেন ২০১৬ সালে। কিন্তু খুব বেশিদূর যেতে পারেননি।
২০১৭ সালের অগাস্টে তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তের লেকে ১০৪.৬ মাইল সাঁতার কেটেছিলেন। এর পরেই তার দেহে ক্যান্সার ধরা পড়ে।
থমাসের আগে মাত্র চারজন সাঁতারু বিরতিহীনভাবে সাঁতার কেটে তিনবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।