কৌতুক : শব্দ না করে ঘরে ঢোকার উপায়!

By: সুখবর ডেস্ক ২০২০-০৫-১১ ৭:৩৯:৪২ এএম আপডেট: ২০২৫-০৫-১১ ২:০৬:৪০ এএম রঙ্গব্যঙ্গ

শব্দ না করে ঘরে ঢোকার উপায়!

থানায় বন্দি চোরের সঙ্গে কথা বলতে এসেছেন মাতাল গৃহকর্তা-

গৃহকর্তা: আমি চোরকে শুধু একটি প্রশ্ন করবো ওসি সাহেব।

ওসি: ওকে কিছুক্ষণের মধ্যে আদালতে চালান করা হবে। যা জানতে চান উকিলকে বলে রাখুন।

গৃহকর্তা: সব কথা আদালতে জিজ্ঞেস করা যায় না!

ওসি: কী এমন প্রশ্ন? আগে আমাকেই বলেন!

গৃহকর্তা: ব্যাটা আমার বউকে না জাগিয়ে কীভাবে ঘরে ঢুকলো? আমি গত ২০ বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হচ্ছি। এই কৌশল আমার জানতেই হবে...

 

স্ত্রীর কথায় ওঠা বসা

পোষা কুকুরকে ট্রেনিং দিচ্ছে স্ত্রী। তবে বারবার ব্যর্থ হতে দেখে পাশে দাঁড়ানো স্বামী বলল-

স্বামী: একে তুমি শেখাতে পারবে না ডার্লিং।

স্ত্রী: চিন্তা করো না। প্রথম প্রথম তোমাকে নিয়েও এমন সমস্যা হয়েছিল। পরে এমন ট্রেনিং দিয়েছি যে, এখন তো পুরা আমার কথায় ওঠো আর বসো...

 

আগে বলবেন তো 

এক নারী পরিচিত ওষুধের দোকানে গেলেন বিষ কিনতে-

নারী: আমাকে কিছু সায়ানাইড পিল দেন।

দোকানদার: সায়ানাইড কার জন্য আপা?

নারী: আমার স্বামীর জন্য।

দোকানদার: বলেন কি আপা! আপনাকে তো পুলিশে ধরবে, সঙ্গে আমাকেও।

নারী: তাহলে দেখুন, সিসি ক্যামেরায় ধারণ করা ছবিতে আপনার স্ত্রী ও আমার স্বামীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।

দোকানদার: আপা, আগে বলবেন তো যে আপনার কাছে প্রেসক্রিপশন আছে!