অস্কারে যাচ্ছে ‘আলফা’

By: রাশেদ শাওন ২০১৯-০৯-২১ ৮:২৬:৪৩ পিএম আপডেট: ২০২৪-১১-২৩ ৮:০০:৪৬ এএম সিনেমা
সিনেমা আলফাসিনেমা আলফা’র একটি ছবি

নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু’র সিনেমা আলফা অস্কারের ৯২তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অস্কার বাংলাদেশ কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান খান এ ঘোষণা দেন।

এতে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটির চেয়ারম্যান হাবিবুব রহমান খান জানান, প্রতি বছরের মতো বাছাই কমিটি এবারো অস্কারে পাঠানোর জন্য চলচ্চিত্র আহ্বান করে।  বেশ কিছু সিনেমা জমা পড়েছিল। বাছাই করে ‘আলফা’ সিনেমাটি চূড়ান্ত করা হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিরত ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই সিনেমায় উপজীব্য করা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। এ ছাড়াও রয়েছেন, মুস্তাফিজ নূর ইমরান, এটিএম শামসুজ্জামানসহ অনেকে। কাহিনি, চিত্রনাট্যও রচনা করেছেন পরিচালক। সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় এ পুরস্কার দেওয়া হবে।