কবি আসাদ চৌধুরী ভক্তিভাজনেষু’র কবিতা : সত্য ফেরারি কবি

By: হিমাদ্রী রয় ২০২০-১০-১৭ ১১:২১:২৩ এএম আপডেট: ২০২৪-১১-২১ ৩:৩৫:২০ এএম সাহিত্য
কবি আসাদ চৌধুরীকে অনুসরণ করে পিছু হাঁটছেন লেখক হিমাদ্রী রয়। ছবি: নাদিম ইকবাল।

শরত আকাশের  অকৃপণ আলোয় সকাল চিল্কায়
হৈমন্তিকা সাজে ঐ গাছের পাতায়
হলুদ,কমলা, সিঁদুর বসনা আঁচল বিছানো হরিত বন মাঝে
আশ্বিনের রোদ আগুন রঙায়, মন পুজোর খুশিতে সাজে
তবু হৃদি ভেসে যায় কৃষ্ণচূড়ার বন্যায়।


শীতল সমীরণে আজ রঙের আগুন লাগা বনে
পুড়িয়ে দিলো চোখের পাপ নিভিয়ে দিলো শোকের তাপ
শাখায় শাখায় গেরুয়ার উৎসব 
স্মৃতিতে তবু ফাগুনের থেকে থেকে আসা কোকিলের ডাক।

 

অক্টোবর এলেই থ্যাংস গিভিং, টার্কি,পামকিন পাই
বেঁচে থাকার প্রতিটি সাফল্যকে উদযাপন করে মানুষ 
ধন্যবাদ দেয় পরস্পরে বাঁচে কৃষ্টির পরম্পরায় 
তবু স্বাদ পড়ে থাকে সেমাই,সন্দেস,নাড়ুর ঈদ-শারদীয়ায়।

প্রবাসে ঝরা কালের মাসে ম্যাপলের পাতায় চরণ ফেলে
হেঁটে চলেন তিনি খোঁজেন বুকের ভিতর ঝরা শব্দ
ধরা দিবে কবিতায় হবে ফেরা যেমন ফিরে কচি পাতারা
কথা রাখে ঝরা পাতা ফিরে আসে সবুজের মিছিলে।

 

আশ্বিনের সুনিল উদার আকাশ, উত্তরের ব্যালকনি
দখিনের বাতাস, হেমন্তের পাতা বাহার, মাথার উপর রবি
তবু হৃদ মাঝারে শিকড়ের শ্যামলিমা ছায়া-ছবি 
জহুরি চোখে সত্য খোঁজেন সত্য ফেরারি কবি।

 

হিমাদ্রী রয়। 

অক্টোবর ১১, ২০২০

কানাডা।