কবিতা : ম্যাগনোলিয়া

By: মুনিরা সুলতানা মিলি ২০২০-০৫-১৩ ৮:০২:৫৯ এএম আপডেট: ২০২৪-০৪-২৬ ৮:০৪:২৫ এএম সাহিত্য
কবির বাড়ির সামনে ম্যাগনোলিয়া গাছের নিচে

আমি আজ বহুদিন পর, বেরিয়েছি পায়ে পায়,
হঠাৎ করে কেনো যে
একটি, নুড়ি এসে
বলে যায়;

 

কোথায় যাও গো কন্যা তুমি?
কিসের খোঁজে আজ?
চেরী গাছের ফুলতো এবার
দেয়নি তেমন সাজ!

 

একটু হেঁটে এগিয়ে গেলাম
দেখতে টিউলিপ
বাগান জুড়ে থাকার কথা
ছোট ছোট দীপ।

 

নাইতো তারা এখনো যে,
আমার বাগান জুড়ে,
আমার মতো তাদের মনেও অনেক ব্যথা বলে?

 

জীবনটা কি হঠাৎ করে
অবান্তরি হবে?
পরিচিত মুখগুলো কি
এমনি চলে যাবে?

 

পৃষ্ঠাগুলো উল্টে দেখি
থমকে যাওয়া দিনে,
নানা রঙের দিনগুলোকে
ভাবছি মনে মনে।।

 

সবকিছু কি থমকে যাবে?
এমন হবে দিন
সকল বিকেল সন্ধ্যাবেলায় বাজছে করুন বীণ!

 

ম্যাগনোলিয়া দেখতে কন্যা
চলতে থাকে কেবল;
ফুলগুলো তার অনেকপ্রিয়
বড়ই সহজ সরল।

 

গোলাপি ঐ ফুলগুলো
যে ডাকে বারে বার,
পাইনি দেখা এখনো তার সৌন্দর্যসম্ভার!

 

চলতে, চলতে, চলতে থাকে,
কন্যা ক্লান্তিহীন,
ম্যাগনোলিয়ার করুন রঙে
মুছে যাওয়া দিন।

 

(আগের যত ছবি ছিল
কুড়িয়ে নিয়ে তা',
ভাবছি বসে, লিখছি আমি
এমন কবিতা)

#মুনিরা_সুলতানা_মিলি
টরোন্টো, কানাডা।
১২ মে,২০২০