- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
এবারও সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষে অক্সফোর্ড
লন্ডনভিত্তিক প্রকাশনা ও র্যাংকিং সংস্থা টাইমস হায়ার এডুকেশনের করা সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষস্থান অর্জন করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিকে পেছনে ফেলেছে এবার।
তালিকায় তৃতীয় স্থানে আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। শীর্ষ দশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো হল-ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন।
শিক্ষার মান, গবেষণার পরিমাণ ও খ্যাতি, গবেষণার প্রয়োগ, এর দরুন শিল্পখাত থেকে আয় এবং আন্তর্জাতিক যোগাযোগের ওপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন ৯২টি দেশের এক হাজার ৩০০ বিশ্ববিদ্যালয়ের এ তালিকার ক্রম ঠিক করেছে।
তালিকায় যেসব বিশ্ববিদ্যালয়ের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখা যাচ্ছে তার মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোও আছে।
টাইমস হায়ার এডুকেশনের এ তালিকার শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০টিই যুক্তরাষ্ট্রের; প্রথম দশেও দেশটির ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
অন্যদিকে ইউরোপ সেরা হওয়ার দৌড়ে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোই দ্রুত উঠে আসছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
তারা বলছেন, যুক্তরাজ্যের অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড- এ ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ ধারাবাহিকভাবে র্যাংকিংয়ে উপরের দিকে স্থান ধরে রাখতে পারলেও, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমাবনতি উদ্বিগ্ন হওয়ার মতো।
ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয় ইউনিয়নের গবেষণা অংশীদারিত্বে প্রবেশাধিকার হারালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কও করেছেন তারা।
জার্মানি বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি বিনিয়োগ করায় তাদের প্রতিষ্ঠানগুলোর অভূতপূর্ব অগ্রগতি দেখা যাচ্ছে জানিয়ে এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে যুক্তরাজ্য ইউরোপ মহাদেশে শীর্ষস্থান হারাবে বলেও মন্তব্য তাদের।
বিবিসি বলছে, ২০১৬ সালের পর থেকে টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিনের এ র্যাংকিংয়ের শীর্ষ ২০০-তে থাকা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৪ থেকে কমতে কমতে ২৮-এ এসে ঠেকেছে। অন্যদিকে জার্মানির বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তিনটি বেড়ে হয়েছে ২৩টি।