- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
আকাশে উড়ল গাড়ি, কিনতে পারবেন আপনিও!
সিনেমায় আকাশে উড়ে চলা গাড়ি দেখা গেছে অনেক আগেই৷ এমন গাড়ির দেখা মিলছে এখন বাস্তবেও৷ স্লোভাকিয়ার আকাশে এমনই এক স্পোর্টস গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট শেষ করেছে ক্লেইন ভিশন।
ব্রিটিশ ট্যাবলেট মিররের প্রতিবেদন বলছে, এয়ারকার নামের রাস্তায় চলা গাড়িটি সম্প্রতি তিন মিনিটের কম সময় আকাশে উড়েছে।
পরীক্ষামূলক ফ্লাইটে পিয়েস্তা এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে গাড়িটি৷ দেড় হাজার ফুট ওপরে উড্ডয়ন শেষে সফলভাবে ভূমিতে নেমেও এসেছে এটি৷
দুই আসনের এক হাজার একশ কেজি ওজনের গাড়িটি প্রতি ফ্লাইটে দুইশ কেজি পর্যন্ত ভর বহন করতে পারে৷
ধারণা করা হচ্ছে, একবারে এক হাজার কিলোমিটার পর্যন্ত চলবে গাড়িটি৷ এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুইশ কিলোমিটার৷
বোয়িংয়ের জেষ্ঠ্য কারগরি কর্মকর্তা ড. ব্র্যাংকো সার বলেছেন, "গাড়িটিকে একটি উড়োজাহাজে রূপান্তরের ক্ষেত্রে ডানা এবং লেজের অংশের উন্নয়ন অত্যন্ত আকর্ষণীয়৷"
"ককপিটে চালক/ পাইলট এবং একজন যাত্রী বসার যথেষ্ট জায়গা রয়েছে। সার্বিকভাবে রাস্তায় এবং আকাশে উড়ে বেড়াতে সক্ষম গাড়িটির নকশা দারুণ," যোগ করেন সার৷
নকশাকারী ক্লেইন ভিশনের তথ্যমতে, নিকট ভবিষ্যতে এয়ারকারটি, বিনোদনের কাজে বা উডুক্কু ট্যাক্সি হিসেবে ব্যবহার করা যেতে পারে৷
ক্লেইন ভিশনের সহ-প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী এবং পাইলট অ্যান্টন জাজাক বলেন, "এয়ারকারের মাধ্যমে আপনি এয়ারপোর্টে যাত্রা এবং নিরাপত্তা ব্যবস্থার ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন৷ আপনি এয়ারকারটি গলফ কোর্স, অফিস বা হোটেলে নিয়ে যেতে পারবেন এবং সাধারণ পার্কিংয়ের জায়গাতেই এটি পার্ক করতে পারবেন৷"
এয়ারকারের দাম কতো হবে এবং এটি কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়গুলো খোলাসা করেনি ক্লেইন ভিশন৷ তবে, ইতোমধ্যেই একজন ক্রেতা পাওয়া গেছে বলে দাবি প্রতিষ্ঠানটির৷