সাহিত্যে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ল্যুইস গ্লিক

By: সুখবর ডেস্ক ২০২০-১০-০৯ ১২:১৪:৩০ এএম আপডেট: ২০২৪-১১-২১ ১:২৭:১৩ এএম আন্তর্জাতিক
     Louise Glück Literatur-Nobelpreis 2020 (Niklas Elmehed for Nobel Media)

২০২০ সালে সাহিত্যে নোবেল জিতলেন আ্যামেরিকান কবি অধ্যাপিকা  ল্যুইস গ্লিক| মার্কিন সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকেডেমি৷

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, লুইস হলেন অ্যামেরিকার বর্তমান সাহিত্যজগতের সেরাদের অন্যতম৷ মার্কিন সাহিত্যে লুইসের অবদানের বিষয়ে নোবেল কমিটির চেয়ারম্যান আন্ডেরস ওলসন বলেন, ‘‘তাঁর লেখায় রয়েছে রসবোধের তীব্র উপস্থিতি, সরলতা, আর দৃঢ়তা৷''

ইতিহাসে ১৬তম নারী হিসেবে নোবেল পেলেন লুইস  ল্যুইস গ্লিক৷ ১৯৯৩ সালে নোবেল পাওয়া বিখ্যাত উপন্যাসিক টনি মরিসনের পর এই প্রথম কোনো অ্যামেরিকান নারী সাহিত্যিকের এ সম্মাননা লাভ করেন৷


১৯৪৩ সালে নিউইয়র্কে জন্ম নেয়া এ কবি লঙ সারা লরেন্স কলেজ, উইলিয়াম কলেজ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাব্যকলা পড়িয়েছেন৷ বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (অ্যাডজাঙ্কট)৷

১৯৬৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ফার্স্টবর্ন৷ এ বইয়ে তাঁর লেখার ছন্দ আর সাহিত্যবোধের যে প্রকাশ তার প্রশংসা করতে ভোলেনি নোবেল কমিটি৷ 

এ পর্যন্ত ১২টি কবিতার বই প্রকাশের পাশাপাশি প্রবন্ধও লিখেছেন লুইস৷

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য ওয়াইল্ড আইরিস' এবং ‘ফেইথফুল ও ভার্চুয়াস নাইট'৷

সাহিত্যগুণের জন্য সবসময়ই সমাদৃত লুইস৷

১৯৯২ সালে প্রকাশিত কবিতার বই ‘দ্য ওয়াইল্ড আইরিস' তাকে এনে দেয় পুলিৎজার পুরস্কার৷

তাঁর লেখায় দেখা মেলে পারিবারিক জীবন, বাল্যকাল আর গ্রীক-রোমান পৌরাণিক কাহিনীর সাবলীল ও নান্দনিক প্রকাশ৷