পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

By: সুখবর ডেস্ক ২০২০-১০-০৬ ৯:০৭:১৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৩৪:৩৬ এএম আন্তর্জাতিক
বাঁ থেকে- রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ। অলংকরণ: নোবেল প্রাইজ

এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন। এরা হলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, জার্মান জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল ও আমেরিকান জ্যোতির্বিদ আন্দ্রে গেজ।

মঙ্গলবার নোবেল কমিটি এ ঘোষণা প্রকাশ করে।

দুটি তত্ত্বের জন্য এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। ‘সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্ল্যাকহোলের গঠন অবিষ্কার’র জন্য রজার পেনরোজকে পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে। 
অন্যদিকে, ‘আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট বস্তু’ আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রেয়া গেজ পেয়েছেন পুরস্কারের বাকি অর্ধেক।

‘এ বছরের লরিয়েটদের আবিষ্কারগুলো কমপ্যাক্ট ও সুপারম্যাসিভ অবজেক্টগুলো নিয়ে গবেষণায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে,’ বলেন পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির চেয়ার- ডেভিড হ্যাভিল্যান্ড।

রজার পেনরোজের জন্ম ১৯৩১ সালে, যুক্তরাজ্যের কলচেস্টারে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

জার্মানিতে ১৯৫২ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন রেইনহার্ড গেঞ্জেল। বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্কেলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক এবং নিজ দেশের গার্চিংয়ের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিকসের পরিচালক তিনি।

অন্যদিকে, আন্দ্রে গেজের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, ১৯৬৫ সালে। তিনি এখন নিজ দেশের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক।