এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড: বর্ষসেরা শিল্পী লেডি গাগা

By: সুখবর ডেস্ক ২০২০-০৯-০২ ৮:৩৮:২৯ পিএম আপডেট: ২০২৪-১২-৩০ ১২:৫৭:১৫ পিএম বিনোদন
বর্ষসেরা শিল্পীর পুরস্কার নিতে মঞ্চে লেডি গাগা

২০২০ এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে রোববার। করোনাভাইরাস বাস্তবতায় এবারের পুরষ্কার বিতরণী আয়োজন ছিল খানিকটা ব্যতিক্রম।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বারক্লেস সেন্টারের হলভর্তি দর্শকের সামনে মঞ্চে ওঠার বদলে এবার সামাজিক দূরত্ব মেনে নিউইয়র্ক সিটির বিভিন্ন জায়গার দর্শক-শূন্য মঞ্চে উঠেছেন শিল্পীরা। সেগুলোতে ছিল বিটিএস, দ্য ব্ল্যাক আইড পিয়াস, ডাব্যাবি, দ্য উইকেন্ড, দোজা ক্যাট, মালুমা ও সিএনসিকো এবং লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডের পরিবেশনা।’

উপস্থাপনা করেছেন ‘হাসলারস’ তারকা কেকে পলমার।

আসরের সবচেয়ে বড় পুরস্কার, ‘ভিডিও অব দ্য ইয়ার’ পেয়েছে কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ডের ‘দ্য ব্লাইন্ডিং লাইটস’। অন্যদিকে, ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ (বর্ষসেরা শিল্পী)’র পুরস্কার পেয়েছেন আমেরিকান গায়িকা লেডি গাগার হাতে।

 


এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

বর্ষসেরা ভিডিও: ‘ব্লাইন্ডিং লাইটস’, দ্য উইকেন্ড
সেরা নতুন শিল্পী: দোজা ক্যাট
বর্ষসেরা শিল্পী: লেডি গাগা
বর্ষসেরা গান: ‘রেইন অন মি’, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে
সেরা হিপ-হপ: ‘স্যাভেজ’, মেগান থি স্টেলিয়ন
ভিডিও ফর গুড: ‘আই কান্ট ব্রিদ’, এইচ.ই.আর.
সেরা আরঅ্যান্ডবি: ‘ব্লাইন্ডিং লাইটস’, দ্য উইকেন্ড
সেরা পপ: ‘অন’, বিটিএস
বেস্ট মিউজিক ভিডিও ফ্রম হোম: ‘স্টাক উইথ মি’, আরিয়ানা গ্রান্ডে ও জাস্টিন বিবার
সেরা লাতিন: ‘কি পেনা’, মালুমা ফিচারিং জে বালভিন
সেরা নির্দেশনা: ‘দ্য ম্যান’, টেইলর সুইফট
সেরা কলাবরেশন: ‘রেইন অন মি’, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে
সেরা কে-পপ: ‘অন’, বিটিএস
সেরা গ্রুপ: বিটিএস
সেরা অল্টারনেটিভ: ‘ব্লাডি ভ্যালেন্টাইন’, মেশিন গান কেলি
সেরা রক: ‘অরফানস’, কোল্ডপ্লে
সেরা কোয়ারেন্টিন পারফরম্যান্স: ‘আনপ্লাগড অ্যাট হোম’, সিএনসিও
সেরা সিনেমাটোগ্রাফি: ‘রেইন অন মি’, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে
সেরা শিল্প নির্দেশনা: ‘মাদার’স ডটার’, মাইলি সাইরাস
সেরা ভিজুয়াল ইফেক্টস: ‘ফিজিক্যাল’, দুয়া লিপা
সেরা কোরিওগ্রাফি: ‘অন’, বিটিএস
সেরা সম্পাদনা: ‘মাদার’স ডটার’, মাইলি সাইরাস
সং অব দ্য সামার: ‘হাউ ইউ লাইক দ্যাট’, ব্ল্যাকপিঙ্ক

সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন