টরন্টো ফিল্ম ফোরামের উৎসবে প্রদর্শিত হচ্ছে “বিহাইন্ড দ্য স্প্রিং”

By: No Result Found :( ২০২১-০৯-২৫ ২:৩৬:০৩ এএম আপডেট: ২০২৪-১২-৩০ ১২:২১:২৩ পিএম কানাডা
নাদিম ইকবালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বিহাইন্ড দ্য স্প্রিং” এর পোস্টার

আজ ২৪ সেপ্টেম্বর টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বিহাইন্ড দ্য স্প্রিং”।

নীচের লিংকে ক্লিক করে আপনিও সিনেমাটি দেখতে পারবেন স্থানীয় সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ১০ টা অব্দি।

torontomulticulturalfilmfestival.com

 

বেশকিছু উৎসবে অংশ নেওয়া ও আন্তর্জাতিক পুরষ্কার পাওয়া সিনেমাটিতে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের দুইজন প্রতিনিধির জীবনের নানা প্রসংঙ্গে আলোকপাত করেছেন নাদিম ইকবাল।

 

উল্লেখ্য ২৩ থেকে ২৮শে সেপ্টেম্বর ছয় দিনব্যাপী টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ এ বছর অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

 

জানা গেছে, উৎসবটিতে  এ বছর ১১০টি দেশের ৩০০টি বিভিন্ন ধরনের চলচ্চিত্র সারা বিশ্বের দর্শকদের জন্য উৎসবের ছয় দিন উন্মুক্ত থাকছে। আজ ২৪শে সেপ্টেম্বর উৎসবের দ্বিতীয় দিনকে বলা হচ্ছে ‘কানাডা প্যানারোমা’। এই দিন কানাডার ৩২টি বিভিন্ন ধরনের চলচ্চিত্র দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।