- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
নাদিম ইকবালের ‘বিদেশে বাংলাদেশী’র যাত্রা শুরু
যাত্রা শুরু করল কানাডিয়ান-বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবালের ইউটিউব চ্যানেল ‘বিদেশে বাংলাদেশী’।
৩১ জুলাই, এ বছর ঈদুল আজাহ’র দিন চ্যানেলটি আত্মপ্রকাশ করে। বরেণ্য কবি আসাদ চৌধুরীর শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টের মধ্য দিয়ে এর সূচানা হয়।
ইউটিউবে চ্যানেলটির বর্ণানায় বলা হয়েছে, বিদেশে বাংলাদেশী চ্যানেলটি পরিচালনা করছেন নাদিম ইকবাল ও জিয়াউল হাসান। এর লক্ষ্য হল পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা ১০ মিলিয়ন বাংলাদেশীদের মাঝে যোগাযোগ স্থাপনা করা। এর সকল কনটেন্ট হবে বিদেশে বাংলাদেশীদের নিয়ে, বাংলাদেশী দর্শক ও আগ্রহীদের জন্যে।’
চ্যানেলটি বিষয়ে নাদিম ইকবাল সুখবরকে বলেন, “বিদেশে বাংলাদেশী উন্মুক্ত করলাম! এটা দেশে বিদেশে থাকা সকল বাংলাদেশীদের জন্য আমাদের উপহার।”
নাদিম আরো বলেন, “আশা করছি, আপনারা সবাই ভিডিও মাধ্যমে বিভিন্ন প্রান্তের বাংলাদেশীদের যাপিত জীবনের এই গল্পগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব (SUBSCRIBE) করবেন এবং আমাদের ভিডিও পাঠিয়ে আরও গল্প বলার সুযোগ করে দিবেন। আসুন আমরা একে অপরের নিকটতর হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হই।”
নাদিম ইকবাল চ্যানেলটি নিয়ে পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে জানান, এখন এই চ্যানেলটির সাথে আরও একজন পরিচালক রয়েছেন। তিনি হলেন নুসরাত জাহান চৌধুরী। এ ছাড়া পরবর্তিতে চ্যানেলটি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই সূত্রে এর সাথে আরও অনেকেই যুক্ত হবেন।
আসাদ চৌধুরী’র তাঁর দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন, “বাঙ্গালী অতি সম্প্রতি প্রবাসে থাকতে অভ্যস্ত হচ্ছেন। অত্যন্ত মেধাবী প্রতিভাবান ছেলে মেয়েরা বাইরে চলে আসছেন। তাঁরা কিভাবে দিন কাটাচ্ছেন? যেভাবেই দিন কাটান, বুকের মধ্যে ছোট্ট একটি বাংলাদেশ। খাদ্যাভ্যাস থেকে শুরু করে, অভ্যাস, সখ সবকিছু ঐ বাংলাদেশের। ঘুরে ফিরে সেই বাংলাদেশের! বিদেশে বাংলাদেশী এসবকে নিয়েই।”
“কিভাবে আছে আপনার আত্মীয় এতো দূরে? এটি আপনারা দেখতে পাবেন বিদেশে বাংলাদেশী চ্যানেলে। অত্যন্ত যত্ন করে করা এবং পৃথিবীর নানা জায়গায়, যে যেখানে আছেন বাংলাদেশী তাঁদের নিয়ে সাজানো হয়েছে এই ইউটিউব চ্যানেলটি আপনার জন্যে। হয়তো একটু আনন্দ দেয়ার জন্যে, অথবা তাঁদের জন্যে, নীরবে একটু কান্নাকাটি করার জন্যে।” তিনি যোগ করেন।
চ্যানেলটির জন্যে শুভেচ্ছা পাঠিয়েছেন অভিনেতা, নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন। তিনি শুভেচ্ছা বাণীতে জানান, “পৃথিবীটা আর বিশাল পৃথিবী নেই। একটা উঠোনের মতো। আমরা একেকজন রয়েছি উঠোনের ওই পাড় আর এই পাড়ে। কে কি ভাবছে, সহজেই একে অন্যের কাছে পৌঁছে যেতে পারে। নাদিম ইকবালের চ্যানেলটির সুবিধা হল, তিনি যা ভাবছিলেন, জানছিলেন তা সহজে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষিদের কাছে পৌঁছে যেতে পারবে। এবং আমি বিশ্বাস করি, এই ভাবনা আদান-প্রদান আমাদের পরস্পরকে সমৃদ্ধ করবে।”
এরই মধ্যে চ্যানেলটিকে বেশ কয়েকজন ইউটিউব ইউজার সাবস্ক্রাইব করেছেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ জানিয়েছেন নাদিম ইকবাল। চ্যানেলটি সাবস্ক্রাইব করার লিংক-
বিদেশে-বাংলাদেশী
এছাড়া চ্যানেলটিকে ফলো করা যাবে এর ফেসবুক গ্রুপ পেজ থেকেও।
বিদেশে-বাংলাদেশী ফেসবুক গ্রুপ লিংক।
চ্যানেলটিতে এখন পর্যন্ত যে পর্বগুলো দেখা যাবে-
কবি আসাদ চৌধুরীর শুভেচ্ছাবার্তা
আফজাল হোসেনের শুভেচ্ছা বার্তা
এক টুকরো বাংলাদেশ: Feel Like Home
মঙ্গোলিয়ার পথে প্রান্তরে: On the Mongolian steppe
Shahnaz Perveen introduction II শাহনাজ পারভীন পরিচয়পর্ব
হিমাদ্রীর সবজি বাগান: Hemadri's Vegetable Garden