- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
কানাডায় তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের
কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবং কানাডীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেসিস এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচ্যাম বাংলাদেশ)-এর মধ্যে আজ দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ বাণিজ্য সংগঠনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ক্যানচ্যাম বাংলাদেশ সভাপতি মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফান্তে।
চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বলেন, ‘কানাডায় বাংলাদেশের রপ্তানি গত ৫ বছরে ৩৭% বৃদ্ধি পেয়েছে। আশা করছি ২০২১ সালের মধ্যে কানাডা থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। আশা করি, ক্যানচ্যাম বাংলাদেশ-এর সঙ্গে এ চুক্তি কানাডায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে। তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস-এর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে আমরা আনন্দিত।’
বেসিস সভাপতি বলেন, ‘২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করার লক্ষ্যে সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে বেসিস। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের রপ্তানি আয়ের ৬০ ভাগ আসে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে। আমরা কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে চাই। সে লক্ষ্যেই ক্যানচ্যাম বাংলাদেশ-এর সঙ্গে একযোগে কাজ করবে বেসিস। আগামী মাসে কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরাম এবং বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ এ অংশ নেবে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল। এরই মধ্য দিয়ে ক্যানচ্যাম বাংলাদেশ-এর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক কার্যক্রম শুরু হবে।’
ক্যানচ্যাম বাংলাদেশ-এর সভাপতি বলেন, ‘কানাডার অনেক বিনিয়োগকারী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি, কানাডায় তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। টেকনোলজি অ্যাসোসিয়েশন অব কানাডা (আইটিএসি), ক্যানচ্যাম বাংলাদেশ, বেসিস যৌথভাবে কাজ করবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবো আমরা।’
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিস এবং ক্যানচ্যাম বাংলাদেশ-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।