- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
কানাডায় শিক্ষার্থী আসার ক্ষেত্রে ‘ডিরেক্ট স্ট্রিম স্ট্যাটাস’ (এসডিএস) পেতে যাচ্ছে বাংলাদেশ
কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনক. ঘোষণা করেছে, শিগগিরি কানাডায় সরাসরি শিক্ষার্থী আসার ক্ষেত্রে ‘ডিরেক্ট স্ট্রিম স্ট্যাটাস’ (এসডিএস) পেতে যাচ্ছে বাংলাদেশ। এই স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের শিক্ষার্থীরা কানাডায় পোস্ট সেকেন্ডারির পরে যে কোনো ধরণের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।
জানা গেছে, এসডিএস তালিকার অধীনে বাংলাদেশের শিক্ষার্থী কানাডায় পড়তে আসার ক্ষেত্রে দ্রুত স্টাডি পারমিট পাবে। বিশেষ করে একজন শিক্ষার্থী এসডিএস-এর অধীনে স্টাডি পারমিটের জন্যে আবেদন করলে তা ৪৫ দিন অথবা এর চেয়ে কম সময়ের মধ্যে স্টাডি পারমিটের জন্যে বিবেচিত হবে। এবং এর অধীনে আবেদনকারীর ক্ষেত্রে সাধারণের চেয়ে কম ফিনেন্সিয়াল ডকুমেন্টেশন প্রয়োজন হবে।
কানাডা-বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনক. এর প্রেস বিজ্ঞপ্তীতে এ সব তথ্য জানানোর পাশাপাশি আরও জানিয়েছে, ‘এসডিএস’ স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে- কানাডার ফেডারেল গর্ভমেন্টের মিনিস্ট্রি অব পাবলিক সেফটির মাননীয় মন্ত্রী বিল ব্লেয়ার, এমপি; মিস্টার ন্যাথানিয়েল আরস্কিন-স্মিথ, এমপি- চেয়ার অব দ্য কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডসিপ গ্রুপ; মারিয়া মিন্না, ফেডারেল গর্ভমেন্টের প্রাক্তন ইন্টান্যাশনাল কোঅপারেশন মিনিস্টার।
এছাড়া অটোয়ার বাংলাদেশ হাই কমিশন, টরোন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল এবং বাংলাদেশে কানাডার এম্বাসি অফিসের নিরলস পরিশ্রমের ফলেই বাংলাদেশ এই তালিকায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।
সিবিটিপিসি আরও জানিয়েছে, ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কানাডা সফরে আসেন। সে সময় তিনি কানাডার তৎকালিন বর্ডার সিকিউরিটি অ্যান্ড অর্গানাইজ ক্রাইম রিডাকশন মন্ত্রী বিল ব্লেয়ার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশের ‘এসডিএস’ সুবিধা পাওয়ার বিষয়ে সর্বপ্রথম দুইদেশের মধ্যে আলোচনা হয় এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
কানাডায় ‘এসডিএস’ পাওয়া বিশ্বের অন্য দেশগুলো হল চীন, ভারত, মরোক্কা, ভিয়েতনাম, ফিলিপাইন, সেনেগাল ও পাকিস্থান।
উল্লেখ্য, সিবিটিপিসি গত ২২ বছর ধরে বিভিন্ন ইস্যুতে কানাডা ও বাংলাদেশের বাণিজ্য, শিক্ষা ও গবেষণা বিষয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুই দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও শিক্ষা ক্ষেত্রে গবেষকদের সুবিধার কথা বিবেচনা এনে এসডিএস স্ট্যাটাস বিষয়ে আলোকপাত করে আসছে ২০১৬ সাল থেকে।