“ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ”

By: সুখবর ডেস্ক ২০২০-০৮-০৭ ১০:০৬:৫৪ এএম আপডেট: ২০২৪-০৫-০৪ ৩:২৬:০৬ এএম বাংলাদেশ
অনলাইন থেকে সংগৃহীত ছবি

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বাজারেও তাই সরবরাহও বেড়েছে। এ কারণে বাজার দরও কিছুটা কম বলে দাবি করছেন ঢাকার মাছ বিক্রেতারা।

দেশের একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমে সাম্প্রতিক বাজার দর নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার, শান্তিনগর, শাহজাহানপুর, মালিবাগ, রামপুরা, বাড্ডা কাঁচা বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ক্রেতা-বিক্রেতারা জানান, এই সপ্তাহে বাজারে বড় ইলিশের বেশ সমাগম দেখা যাচ্ছে। দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশসহ ছোট-বড় ইলিশে বাজার ভরপুর। আগের তুলনায় দামও কম।

মালিবাগ বাজারের মাছ বিক্রেতা মো. শাহ আলম বলেন, “চট্টগ্রামে এবার প্রচুর ইলিশ ধরা পড়েছে। যে কারণে ঢাকার পাইকারি মাছ বাজারগুলোতে প্রচুর পরিমাণে ইলিশের আমদানি রয়েছে। আগের তুলনায় দামও কম।”

তিন জানান, দেড় থেকে পৌনে দুই কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকায়, ৪০০-৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে সাড়ে ৫০০ টাকা কেজি।

মালিবাগ বাজার থেকে ইলিশ কেনার পর স্থানীয় ফরিদুল ইসলাম বলেন, “এবার বড় ইলিশ বাজারে উঠেছে বেশি। দেড় কেজি ওজনের দুইটা ইলিশ কিনলাম সাড়ে তিন হাজার টাকায়।

“অন্যান্য সময়ে এত বড় ইলিশ কমই পাওয়া যায়। আগে বড় সাইজের তিন কেজি ইলিশ কিনতে চার হাজার টাকারও বেশি দিতে হয়েছে।”

রামপুরা মাছ বাজারের ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকায় দামও কম।’

 


সূত্র: বিডি নিউজ।