"বাংলা ভাষা নিয়ে লজ্জা, সংকোচ, হীনমন্যতার কিছু নেই"

By: নওশাদ জামিল ২০২১-০২-২৩ ২:৩৩:০২ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৩৭:৩৭ এএম সামাজিক যোগাযোগ

আমার এক পুলিশ অফিসার বন্ধু বাংলা একাডেমির 'একাডেমি' শব্দ, শহীদ মিনারের 'শহীদ' ও 'মিনার' বিদেশি শব্দ কেন, ফেসবুকে তা নিয়ে হাসাহাসি করলো। যেন বাংলা ভাষা নিয়ে হীনমন্যতা বোধ করলো। ইনবক্সে তাকে লিখলাম, পুলিশ কোন ভাষার শব্দ বল তো? সে কিছু না ভেবে উত্তর লিখল, ইংরেজি ভাষার শব্দ।

 

পুলিশ ইংরেজি ভাষার শব্দ নয়। এটি লাতিন ও গ্রিক মিশ্রণজাত শব্দ। বিদেশি শব্দ থেকে ধার করেছে ইংরেজরা। শুধু বাংলা ভাষা নয়, বিশ্বের সব ভাষাই ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ ধার করে। ভাষাতত্ত্বে ধার করা শব্দগুলোকে বলে 'কৃতঋণ শব্দ'। ইংরেজি ভাষায় কৃতঋণ শব্দের পরিমাণ অন্যান্য ভাষার চেয়ে অনেক বেশি। বাংলা ভাষায় তার পরিমাণ তুলনামূলক কম বলা যায়।

 

খোঁজখবর নিয়ে যায়, অধিকাংশ ইংরেজি শব্দ ধার করা। ফরাসি, জার্মান, গ্রিক, লাতিন, স্প্যানিশ থেকে অসংখ্য শব্দ ধার করেছে ইংরেজরা। এ ছাড়াও অনেক ভাষা থেকে শব্দ ধার করেছে তারা। এখনও গড়ে প্রতি দুই ঘন্টায় ইংরেজি অভিধানে একটি করে নতুন শব্দ যুক্ত হয়। Oxford English Dictionary এর এডিটররা জানান, প্রতি বছর ইংরেজি অভিধানে প্রায় ৪,০০০ নতুন শব্দ যোগ হয়। তার মানে হলো প্রতি দুই ঘন্টায় একটি করে শব্দ ইংরেজি অভিধানে যুক্ত হয়।

 

আমাদের কেউ কেউ শহীদ মিনারের 'শহীদ' ও 'মিনার' বিদেশি শব্দ হওয়ায় হাসাহাসি করে। একভাষা থেকে অন্যভাষায় শব্দ কিভাবে প্রবাহিত হয়, এ সম্পর্কে তাদের হয়তো বেশি জানাশোনা নেই। তাতে অবশ্য দোষের কিছু নেই।

 

আমার মনে হয় শব্দ হলো সমুদ্রের স্রোতের মতো, কখনও কি সমুদ্রের স্রোতে বাঁধ দেওয়া যায়? মহাদেশ থেকে মহাদেশে বয়ে যায় সমুদ্র, শব্দও তেমন প্রবাহিত হয়। স্রোতের সঙ্গে দেশ, মহাদেশ মিশে যায়। তেমন করে একভাষার শব্দের সঙ্গে অন্যভাষার শব্দ অবলীলায় মিশে যায়। বিভিন্ন কারণেই তা মিশে যায়।

 

বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক, সাবলীলভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, বাংলা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করছে, সেসব শব্দকে বাদ দেওয়ার দরকার নেই। সেসব শব্দের ব্যবহারেও কোনো সমস্যা নেই। প্রকৃত বাগানে নানারকম ফুল থাকে, দেশের, বিদেশেরও।

 

পৃথিবীতে ভাষা আছে ৬ হাজারেরও বেশি। প্রতিদিন অনেক ভাষা মরে যায়, হারিয়েও যায়। বাংলা ভাষা খুবই শক্তিশালী ভাষা, কেয়ামত পর্যন্ত তা টিকে থাকবে। অসংখ্য জাতি আছে, তাদের নিজস্ব ভাষা নেই, বর্ণমালা নেই, স্বাধীন রাষ্ট্র নেই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা আছে, ভাষার বর্ণমালা আছে, ভাষা ও জাতিভিত্তিক রাষ্ট্র আছে আমাদের। বাংলা ভাষা নিয়ে লজ্জা, সংকোচ, হীনমন্যতার কিছু নেই। বরং বাংলাকে নিয়ে গর্ব করার জন্য আছে অনেককিছু।

 

লেখক: নওশাদ জামিল, কবি ও সাংবাদিক।