শান্তির বারতা ছড়িয়ে দিতে চায় বাচনিক : মেরী রাশেদীন

By: রাশেদ শাওন ২০২০-০৫-৩০ ১১:৪০:২৩ পিএম আপডেট: ২০২৫-০১-২২ ৮:৪০:০২ এএম সাক্ষাতকার
বাচনিক
বাচনিক
বাচনিক
বাচনিক
মেরী রাশেদীন

বাচনিক, কানাডার প্রবাসী বাংলা ভাষাভাষিদের মাঝে একটি জনপ্রিয় আবৃত্তি সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি প্রবাসেও বাংলা কবিতার চর্চা করে যাচ্ছে নিয়মিত। দলটি এ বছরও রবীন্দ্র-নজরুল জয়ন্তি পালন করছে ৩১ মে, রোববার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ‘তবু রবীন্দ্রনাথ তবু নজরুল’ শিরোনামের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে কানাডার সময় দুপুর ১২টা ও বাংলাদেশ সময় রাত ১০টায়। 

এতে কবিতা পরিবেশন করবেন এলিনা মিতা, কাজী হেলাল, কাজী আব্দুল বাসিত, ফ্লোরা নাসরিন ইভা, ইরা নাসরিন, ফারাহান আহমদ, রাশেদা মুনির, হোসনে আরা জেমী, ম্যাক আজাদ, তন্ময় রহমান, জাহানারা বুলা, সুমি রহমান কল্যাণীয়া পুরবি, সম্পুরনা সাহা প্রাপ্তি, সুমি রহমান, রাশেদা মুনির, ম্যাক আজাদ। আয়োজনটি সমন্বয় করছেন মেরী রাশেদীন। তিনি এ আয়োজন নিয়ে কথা বলেছেন সুখবর'র সঙ্গে। চলুন জেনে নিই বাচনিক আয়োজন ‘তবু রবীন্দ্রনাথ তবু নজরুল’ সম্পর্কে। 

 

রাশেদ শাওন: বাচনিক এবারে নজরুল ও রবীন্দ্র জয়ন্তি পালন করছে অনলাইন লাইভের মাধ্যমে? কি থাকছে আপনাদের পরিবেশনায়?

মেরী রাশেদীন: গত বছর থেকে আমরা বাৎসরিক আয়োজনের পাশে রবীন্দ্র-নজরুল জয়ন্তি পালন করে আসছি। এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তি গত হয়েছে কয়েকদিন আগে। নির্দিষ্ট দিন দুটিতে আমরা কোনো আয়োজন না করে একই দিনে একই সময়ে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠান থেকে বাচনিক পরিবেশনার মাধ্যমে তাঁদের সম্মান জানাচ্ছি। এই আয়োজনে বাচনিক’র নিয়মিত সদস্যদের পরিবেশনা ছাড়াও থাকছে সংগীত ও নতুন প্রজন্মের শিল্পীদের আবৃত্তি। এতে গান করবেন ফারহানা শান্তা, মণীকা মূনা, ডঃ মমতাজ মমতা।  এছাড়া বরেণ্য কবি আসাদ চৌধুরি আমাদের সাথে থাকছেন এই লাইভে। তিনি কবিদ্বয়কে নিয়ে নানা বিষয়ে আলোকপাত করবেন। সার্বিক অনলাইন সহযোগিতায় জামিল বিন খলিল। 

 

রাশেদ শাওন: আপনি বলছিলেন, এটি একটি অনলাইন লাইভ অনুষ্ঠান। বাচনিক কি এ ধরনের আয়োজন আগেও করেছে?

মেরী রাশেদীন: কোভিড-১৯ এর ফলে সৃষ্ট মহামারিতে যেখানে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে সেখানে অনলাইন এখন আমাদের অপরিহার্য প্লাটফর্ম হয়ে দাড়িয়েছে। তবে আমাদের জন্যে এ ধরণের লাইভ অনুষ্ঠানের অভিজ্ঞতা এটাই প্রথম নয়। এর আগেও গত ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কবিতার অনুষ্ঠান করেছে বাচনিক। তবে আমরা খুব বেশি লাইভ অনুষ্ঠান করার পক্ষে নই। আমরা কোয়ানটিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করি। এতে গুছিয়ে অনুষ্ঠান করা যায়। 

 

রাশেদ শাওন: লাইভ অনুষ্ঠানগুলো কি দর্শক দেখছেন? অতীত অভিজ্ঞতা থেকে আপনাদের দর্কদের সম্পর্কে কিছু বলেবেন কি?

মেরী রাশেদীন: লাইভ অনুষ্ঠান সম্পর্কে আমার দুই ধরণের অভিজ্ঞতা হয়েছে। একটি হল যখন কোনো লাইভ চলতে থাকে তখন দর্শক শ্রোতারা সরাসরি তাদের ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করতে পারে কমেন্ট বক্সে। ফলে আমি দর্শকদের সাথে সরাসরি কানেক্ট হতে পারছি। আর একটি বিষয় হল- যখন অনলাইন থেকে লাইভ করছি তখন মুহুর্তের মধ্যে সারা দুনিয়াতে আমরা পৌছে যাচ্ছি। একটি মাত্র ক্লিক থেকে অনেক বেশি স্রোতার কাছে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

এছাড়া আমরা যারা সংস্কৃতিক চর্চার সাথে জড়িত তাদেরও ঘরে থেকে বেশি বেশি চর্চার সুযোগ তৈরি হয়েছে। ঘরে বসে অনুষ্ঠান করতে গিয়ে আমাদের তৈরি হওয়ার জন্যে বেশি সময় ব্যয় করতে পারছি। আপাত দৃষ্টিতে ঘরে থেকে লাইভ অনুষ্ঠানগুলোতে সকলের সাথ দৃরত্ব থাকলেও আমরা পৌছাতে পারছি সকলের কাছে।

 

রাশেদ শাওন: বর্তমানে যে লকডাউন পরিস্থিতি চলছে তা যে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এটা বলা মুশকিল। সারা পৃথিবীতেই সবক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতেও আপনারা সংস্কৃতিক চর্চা এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যাশা করছি এটি চলতে থাকবে। আর জানতে চাই বাচনিককে তাদের দর্শকরা কি নিয়মিত শুনতে পারবেন?

মেরী রাশেদীন: সবাই এক ধরণের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। সবার মধ্যেই অস্থিরতা কাজ করছে। সেখানে এই লাইভ পরিবেশনার মাধ্যমে শান্তির বারতা ছড়িয়ে দিতে চায় বাচনিক। এছাড়া আমরা ধরেই নিয়েছি এ ধরণের পরিস্থিতির মধ্যেও অনলাইনে অনুষ্ঠান চালিয়ে যাব। আসছে জুনে এবং জুলাইয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা এরই মধ্যে আমাদের রয়েছে। 

 

রাশেদ শাওন: shukhobor24.com কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বাচনিক’র জন্য শুভ কামনা।