ফুটবল নয় ক্যামেরার ফোকাসে রেফারির টাক মাথা!

By: সুখবর ডেস্ক ২০২০-১১-০২ ১২:০৩:৩৪ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ৭:২৯:৪৮ এএম খেলাধুলা
অনলাইন থেকে নেওয়া ছবি

স্কটল্যান্ডের একটি ক্লাব ফুটবল লীগে প্রযুক্তি যে বিপত্তি বাধিয়েছে তা দর্শকদের শুধু হতবাকই করেনি, সোশ্যাল মিডিয়ায় তুমুল হাস্যরসও সৃষ্টি করেছে। 

আধুনিক রোবটিক ক্যামেরা ফুটবলের পরিবর্তে টাক মাথার এক লাইনম্যানকে ফুটবল ভেবে তাকেই বারবার ফোকাস করেছে।

তবে ফুটবল ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছিল, এবার তাদের ফুটবল ম্যাচগুলো মানব ক্যামেরা অপারেটরদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ন্ত্রিত ক্যামেরায় পরিচালিত হবে। ক্লাবটি গর্বের সঙ্গে সে সময় জানিয়েছিল, তাদের নতুন ‘পিক্সেলোট’ সিস্টেমে রয়েছে এআই প্রযুক্তির বল-ট্র্যাকিং ক্যামেরা এবং ক্যালেডোনিয়া স্টেডিয়ামের সকল ম্যাচ এইচডি ফুটেজে ধারণ করা হবে, যা টিকিটধারীরা বাসায় বসে উপভোগ করতে পারবেন।

আধুনিক প্রযুক্তির ক্যামেরায় ফুটবল ম্যাচ উপভাগের এ খবরে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা। কিন্তু ম্যাচ দেখতে বসে তাদের আক্কেলগুড়ুম। 

ফুটবল এমনিতেই খুব উত্তেজনাপূর্ণ একটি খেলা। প্রিয় দলের কোনো খেলোয়াড়ের পায়ে যখন বল থাকে তখন টান টান উত্তেজনা থাকে। আর সে মুহূর্তে যদি ফুটবল না দেখিয়ে ক্যামেরা টাক মাথা দেখায় তাহলে এর চেয়ে মেজাজ খারাপের বিষয় আর কিইবা হতে পারে। এমন অনভূতি ম্যাচটির দর্শকদের।

অনেক দর্শকের অভিযোগ- তারা তাদের দলের একটি গোল দেখা মিস করেছেন, কারণ ক্যামেরাটি লাইনম্যানের টাক মাথাকে বল ভেবে করে সেসময় সে দৃশ্যে ফোকাস করছিল।

করোনার কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না। ফলে এওয়াইআর ইউনাইটেড বনাম ইনভারনেস ম্যাচটি ভক্তরা টিকিট কেটে ঘরে বসেই উপভোগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিধিবাম! ম্যাচের বেশিরভাগ উত্তেজনাপূর্ণ মুহূর্তে তাদেরকে লাইনম্যানের টেকো মাথা দেখে সময় পার করতে হয়েছে।

আধুনিক ক্যামেরার এ ধরনের ভুলে ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকার বারবার ক্ষমা চেয়েছেন। সোশ্যাল মিডিয়া কেউ কেউ মন্তব্য করে ওই লাইনম্যানকে একটি হ্যাট বা মাথার ক্যাপ কিনে দেওয়ার পরামর্শ দিয়েছেন।