৪২ লাখ টাকায় বিক্রি হলেও ব্রেসলেটটি ফিরে পেলেন মাশরাফি

By: সুখবর ডেস্ক ২০২০-০৫-১৮ ৭:১৩:০২ এএম আপডেট: ২০২৪-০৪-২৫ ১০:০৩:১৩ এএম খেলাধুলা
মাশরাফি বিন মুর্তজা

গত ১৮ বছরে খুব কম সময়ই ব্রেসলেটটি হাত থেকে খুলেছেন মাশরাফি। শুধু অপারেশনের সময়, এমআরআই করানোর সময় খুলতে হয়েছিল। আর কয়েকটি ম্যাচ বা কিছু সময়ের জন্য খুলেছিলেন শুধু। তবে যখনই খুলে রেখেছেন, তখনই অস্বস্তি বোধ করতেন।
 
শুধু তাই-ই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এটিকে তার সৌভাগ্যের প্রতীক মনে করতেন।

কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সেটি ভেবেই নিজের দীর্ঘ সময়ের সঙ্গীকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ‘Auction 4 Action’ পেজ- মাশরাফির ব্রেসলেটটি নিলামের আয়োজন করে। যেটির ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। নিলামে তুমুল আগ্রহ ও লড়াই শেষে সেই ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়!

তবে নিলামে বিক্রি হলেও ব্রেসলেট থাকবে মাশরাফির হাতেই। বিএলএফসিএর চেয়ারম্যান মমিন উল ইসলাম ব্রেসলেটটি কিনে নিয়ে তারা আবার মাশরাফিকেই তা উপহার দেন।

এই অর্থ দিয়ে মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করা হবে করোনাভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের।

বাংলাদেশের সফলতম ওয়ানডে বোলার নড়াইল-২ আসনের সংসদ সদস্যও। করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকেই নিজ এলাকায় ব্যাপক আকারে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি উদ্ভাবনী সব পদক্ষেপ নিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন দেশজুড়ে। এছাড়াও ক্রিকেটারদের তহবিলে সহায়তা, ক্রিকেট সংশ্লিষ্ট আরও অনেক জায়গায়ও করেছেন সহায়তা। নিজ এলাকা থেকে শুরু করে ক্রিকেট আঙিনা, এই সহায়তা কার্যক্রমের বেশির ভাগই মাশরাফি করেছেন নিজের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে।