কৌতুক : মেকআপ করলে খুলবে ফোনের লক

By: সুখবর ডেস্ক ২০২০-০৬-২৩ ৬:৫৯:১১ পিএম আপডেট: ২০২৪-১২-০৫ ৯:০৭:৩২ এএম রঙ্গব্যঙ্গ
অনলাইন থেকে সংগৃহীত ছবি

ডানহাত চুলকালে টাকা আসে

এক লোক জ্যোতিষীর কাছে গিয়ে বলল-

লোক: আমার ডানহাত চুলকাচ্ছে।

জ্যোতিষী: আপনার টাকা আসবে।

লোক: আমার বামহাত চুলকাচ্ছে।

জ্যোতিষী: টাকা আসলে তো খরচ হবেই!

লোক: আমার ডানপা চুলকাচ্ছে।

জ্যোতিষী: আপনার দূরে কোথাও বেড়ানোর সম্ভাবনা আছে।

লোক: আমার বামপা চুলকাচ্ছে।

জ্যোতিষী: আপনার এলার্জি হয়েছে, ডাক্তারের কছে যান!

 

চশমা খরচ করে কী লাভ

হাড়কিপটে বাবা একান্ত বাধ্য হয়ে ছেলেকে চশমা কিনে দিয়েছেন। ছেলে নতুন চশমা পরে চেয়ারে চুপচাপ বসে আছে দেখে বাবা জিজ্ঞাসা করলেন-
বাবা: খোকা, তুমি কি এখন পড়ছো?
ছেলে: না বাবা।
বাবা: তাহলে কী করছো?
ছেলে: একটু বিশ্রাম নিচ্ছি বাবা।
বাবা: তাহলে চশমা চোখে পরে আছো কেন? খুলে ফেলো। মিছিমিছি চশমা খরচ করে কী লাভ বাপু।

 

মেকআপ করলে খুলবে ফোনের লক

সকালে ঘুম ভেঙে অবাক স্বামী! দেখেন স্ত্রী খুব মনোযোগ দিয়ে মেকআপ নিচ্ছে-

স্বামী: এত সকাল সকাল চুনকাম করতেছো কেন?

স্ত্রী: বাধ্য হয়েই করতে হচ্ছে...

স্বামী: মানে? কে তোমাকে বাধ্য করতে পারে? এতবড় সাহস কার?

স্ত্রী: কাল রাতে পাসওয়ার্ড হিসেবে ফেস রিকগনিশন দিয়ে লক করেছিলাম। এখন তো ফোন খুলছে না।

স্বামী: কেন?

স্ত্রী: ফোন আমাকে চিনতেছে না... আমারে চিনতে অস্বীকার করতেছে...

 

স্ত্রী সারাক্ষণই ঝগড়া করে

মনোবিদ: আপনার স্ত্রী কি সারাক্ষণই ঝগড়া করে?

স্বামী: যেকোনো বিষয়ে আমাদের কথাবার্তা শেষ পর্যন্ত ঝগড়ায় গড়ায়। এর থেকে বাঁচার কোনো কায়দাই কি নেই!

মনোবিদ: আছে। যখন বুঝবেন আপনি ভুল করছেন, তখন সঙ্গে সঙ্গে মেনে নিন।

স্বামী: আর যদি আমি ঠিক হই?

মনোবিদ: সে ক্ষেত্রে নিজের মুখ বন্ধ করে রাখবেন।

 

পরিস্থিতির ওপর নির্ভর করে

১ম বন্ধু: পরিস্থিতির ওপর নির্ভর করে সব কিছুই সুন্দর হতে পারে।

২য় বন্ধু: মানে বুঝলাম না।

১ম বন্ধু: যেমন সকাল ৯টায় স্কুলের ঘণ্টা চরম বিরক্তিকর লাগে ছাত্রদের কাছে। আবার সেই ঘণ্টার শব্দই বিকেল ৪টায় মধুর মতো লাগে তাদের।