- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
কবিতা : ম্যাগনোলিয়া
আমি আজ বহুদিন পর, বেরিয়েছি পায়ে পায়,
হঠাৎ করে কেনো যে
একটি, নুড়ি এসে
বলে যায়;
কোথায় যাও গো কন্যা তুমি?
কিসের খোঁজে আজ?
চেরী গাছের ফুলতো এবার
দেয়নি তেমন সাজ!
একটু হেঁটে এগিয়ে গেলাম
দেখতে টিউলিপ
বাগান জুড়ে থাকার কথা
ছোট ছোট দীপ।
নাইতো তারা এখনো যে,
আমার বাগান জুড়ে,
আমার মতো তাদের মনেও অনেক ব্যথা বলে?
জীবনটা কি হঠাৎ করে
অবান্তরি হবে?
পরিচিত মুখগুলো কি
এমনি চলে যাবে?
পৃষ্ঠাগুলো উল্টে দেখি
থমকে যাওয়া দিনে,
নানা রঙের দিনগুলোকে
ভাবছি মনে মনে।।
সবকিছু কি থমকে যাবে?
এমন হবে দিন
সকল বিকেল সন্ধ্যাবেলায় বাজছে করুন বীণ!
ম্যাগনোলিয়া দেখতে কন্যা
চলতে থাকে কেবল;
ফুলগুলো তার অনেকপ্রিয়
বড়ই সহজ সরল।
গোলাপি ঐ ফুলগুলো
যে ডাকে বারে বার,
পাইনি দেখা এখনো তার সৌন্দর্যসম্ভার!
চলতে, চলতে, চলতে থাকে,
কন্যা ক্লান্তিহীন,
ম্যাগনোলিয়ার করুন রঙে
মুছে যাওয়া দিন।
(আগের যত ছবি ছিল
কুড়িয়ে নিয়ে তা',
ভাবছি বসে, লিখছি আমি
এমন কবিতা)
#মুনিরা_সুলতানা_মিলি
টরোন্টো, কানাডা।
১২ মে,২০২০