কিভাবে বুঝবেন কোভিট-১৯-এ আক্রন্ত রোগী সম্পূর্ণ সুস্থ

By: রাশেদ শাওন ২০২০-০৫-০৪ ৬:৫০:৪১ এএম আপডেট: ২০২৪-০৫-১৭ ২:২৮:৪৭ এএম লাইফস্টাইল
ফাইল ছবি

করোনা ভাইরাস এর লাইভ তথ্য প্রদানকারী ওয়েব সাইট ওয়ার্ল্ডমিটার ডট ইনফো’র আজকের তথ্য মতে কোভিড-১৯-এ সংক্রমিতদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ রোগী এরই মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন। কানাডাতেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার হার শতকরা ৪২ ভাগেরও বেশি।

সর্বশেষ গবেষণা তথ্য মতে এই ভাইরাসে আক্রন্তদের কেউ দ্রুত সুস্থ হচ্ছে, কেউ একটু দেরিতে। অসুস্থতার এই সময়ে রোগীদের দৃশ্যত পরিবার ও সমাজবিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। কারও কারও হাসপাতালেও চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, একজন করোনা আক্রন্ত কত দিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন?

সম্প্রতি এই প্রশ্নটির উত্তর দিয়েছেন, গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

গবেষণা বলছে, অধিকাংশ রোগী ১৪ থেকে ২৮ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ করোনায় সংক্রমিত রোগী হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। তবে রোগী কত দিন পর আবার সবার সঙ্গে আগের মতো মিশতে পারবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ সংস্থা সিডিসির কিছু নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অনুসারে, একজন করোনায় সংক্রমিত রোগী তখনই নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করবে যখন—

*৭২ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে জ্বর আসবে না (জ্বরের ওষুধ গ্রহণ না করেই)

*শ্বাসতন্ত্রের কোনো সমস্যা বা জটিলতা নেই (যেমন শ্বাসকষ্ট, কাশি)

*প্রথম উপসর্গ দেখা দেওয়ার পর থেকে অন্তত ৭ দিন পেরিয়ে গেলে

*২৪ ঘণ্টার ব্যবধানে নেওয়া দুটি নমুনা পরীক্ষায়ই করোনা নেগেটিভ এলে।

ওপরের বিষয়গুলো মিলে গেলে রোগী হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবে।

তবে যেসব রোগীর শুরু থেকেই তেমন কোনো উপসর্গ থাকে না, তাদের নিয়ে সমস্যাটা হয়। সাধারণত মৃদু উপসর্গ থাকায় তাদের বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। তারা তখনই আইসোলেশন থেকে বের হবে যখন—

করোনা পজিটিভ হওয়ার দিন থেকে অন্তত ৭ দিন পেরিয়ে গেছে এবং এর মধ্যে নতুন করে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে এই সময় পর আইসোলেশন থেকে বেরিয়ে এলেও আরও কিছুদিন তাকে সামাজিক দূরত্ব মানতে হবে। অর্থাৎ, অন্যদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে।