মহামারির মধ্যেও সোনার দাম বৃদ্ধিতে নয়া রেকর্ড

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-২৭ ৯:১৮:৫৬ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১১:১৫:৫৩ এএম আন্তর্জাতিক
অনলাইন থেকে সংগৃহীত ছবি

করোনাভাইনাসের দ্বিতীয় দফায় বিস্তার শুরু হওয়ার পরেও বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বিনিয়োগকারীরা অন্য কিছুতে আস্থা রাখতে না পেরে এখন সোনার পেছনেই বিনিয়োগ করছেন।

স্বর্ণকেই তারা মনে করছেন সবচেয়ে নিরাপদ।

এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি এবং করোনাভাইাসের দ্বিতীয় ওয়েভের আশঙ্কার কথা বলা হচ্ছে।

মূল্যবান এই ধাতব পদার্থের দাম আজ ২.৪% বৃদ্ধি পেয়ে এক আউন্স সোনার মূল্য দাঁড়িয়েছে ১,৯৪৪.৭৩ ডলার।

এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সোনার রেকর্ড মূল্য ছিল ১,৯২১ ডলার।

অনেক বিনিয়োগকারী সোনার মতো মূল্যবান পদার্থের পেছনে বিনিয়োগ করতে আগ্রহী নন কারণ এখান থেকে কোন লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া যায় না।

তবে এটাকে তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

সাধারণত দেখা গেছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে থাকে।

মার্কিন ডলারের মূল্য কমে যাওয়াও এর পেছনে আরো একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।