- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
বাংলাদেশে ও নেপালে সেন্টেনিয়াল কলেজের একাডেমিক পার্টনার হল সিইআইটি
কানাডার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্টেনিয়াল কলেজে বাংলাদেশি ও নেপালি শিক্ষার্থী ভর্তি করাতে কলেজটির সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে কানাডাস্থ কানাডিয়ান এডুকেশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (সিইআইটি)। চুক্তি অনুযায়ি সিইআইটি বাংলাদেশ ও নেপাল থেকে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এক্ষেত্রে ভর্তিচ্ছু যোগ্য শিক্ষার্থীদের বাছাই ও নির্বাচন করতে পারবে তারা।
জানা গেছে, গত ৯ জুলাই সেন্টেনিয়াল কলেজের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সিইআইটি। চুক্তিটিতে সিইআইটি’র পক্ষে স্বাক্ষর করেন এর সিইও নাজমূল জায়গীরদার এবং সেন্টেনিয়াল কলেজের পক্ষে স্বাক্ষর করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ইন্টারন্যাশলান এডুকেশন এর এভিপি ভার্জিনিয়া মেকিয়াভেলো।
ফলে সিইআইটি বাংলাদেশ ও নেপাল থেকে শিক্ষার্থী ভর্তিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করার অনুমোদন পেয়েছে।
এ প্রসঙ্গে সিইআইটির সিইও নাজমূল জায়গীরদার জানান, ”কানাডায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম সেন্টেনিয়াল কলেজ। তারা প্রতি বছরই বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কানাডায় পড়াশুনার সুযোগ করে দিচ্ছে।”
তিনি আরও জানান, “এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কানাডায় এসে বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।”
এ প্রসঙ্গে সিইআইটির সিইও নাজমূল জায়গীরদার বলেন, “সিইআইটি এখন থেকে সেন্টানিয়ালের একাডেমিক পার্টনার।”
তিনি আরও বলেন, ”এই চুক্তির ফলে বাংলাদেশ ও নেপাল, কানাডার সাথে শিক্ষার্থী বিনিময়ে লাভোবান হবে।”
উল্লেখ্য, বর্তমানে সেন্টেনিয়্যাল কলেজে ২৫ হাজার ফুল টাইম এবং ১৯ হাজার পার্ট টাইম শিক্ষার্থি রয়েছে। এর মধ্যে বিদেশি শিক্ষার্থির সংখ্যা ১৩ হাজার।