ভ্যানকুভার বাংলা রাইডারস চ্যাম্পিয়ন 

By: ফজলে আজিম ২০২০-০৭-০৭ ১২:৫০:২৬ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১:৩৪:১৩ পিএম কানাডা
ভ্যানকুভার বাংলা রাইডারস দলের সদস্যরা

ফ্রেজার ক্রিকেট ক্লাবের উদ্যোগে ৫ জুলাই রবিবার ভ্যানকুভারের ডগলাস পার্ক মাঠে আয়োজিত হয় এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে এতে ৩ টি টিমে ১১ জন করে ৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

টিমগুলো হচ্ছে, ভ্যানকুভার বাংলা রাইডার্স(ক্যাপ্টেন মুরাদ),  ভ্যানকুভার সুপার কিংস(ক্যাপ্টেন মাসুদুর রহমান) ও ভ্যানকুভার চার্জারস (ক্যাপ্টেন আসিফ)। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২ ওভার করে খেলা শুরু হয়। পরপর তিনটি ম্যাচ শেষে সন্ধ্যা ৬টা থেকে ৮টা ৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ভ্যানকুভার বাংলা রাইডারস। রানার্সআপ হয় ভ্যানকুভার চার্জারস। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। ভ্যানকুভারে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর বাঙালি কমিউনিটির উদ্যোগে এ খেলা আয়োজন করা হয়। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার পাশাপাশি  কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যানকুভারে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে বলে মনে করেন আয়োজকরা।

 

ফজলে আজিম, ভ্যানকুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা