উন্মুক্ত হচ্ছে আইয়ুব বাচ্চু’র রূপালী গিটার

By: রাশেদ শাওন ২০১৯-০৯-১৭ ১১:২৫:৫৫ এএম আপডেট: ২০২৪-০৫-০২ ৫:০৯:১২ পিএম বাংলাদেশ
চট্টগ্রামে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়টিকে নাম দেওয়া হয় ‘আইয়ুব বাচ্চু’ চত্বর

প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে উন্মুক্ত হচ্ছে রূপালী গিটার। নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়টিকে আইয়ুব বাচ্চু’ চত্বর নামে নামকরণ করা হয়েছে। সেখানেই বসানো হয়েছে ‘আইয়ুব বাচ্চুর রূপালী গিটার’।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এই রূপালী গিটার এবং আইয়ুব বাচ্চু চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পূর্বেই এই গিটার ইতিমধ্যে স্থাপনের পর উন্মুক্ত করা হয়েছে।

১৮ ফুট উচ্চতার নির্মিত গিটারটি এখন নগরীর দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে। গিটারটি রূপালী স্টিনলেস স্টিলের তৈরি। গিটারটির চারপাকেও নান্দনিকভাবে সাজানো হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধন প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এই রূপালী গিটারটি স্থাপন করেছে।

জানা যায়, নগরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় রূপালী গিটার স্থাপন ছাড়াও প্রবর্তক মোড়ের চারপাশে রোড বিউটিফিকেশন, ওয়াকওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল, সবুজায়ন ইত্যাদি কাজ সম্পন্ন করা হবে।