স্বামীর সম্পত্তিতে হিন্দু বিধবা নারীর অধিকার: হাইকোর্টের যুগান্তকারী রায়

By: সুখবর ডেস্ক ২০২০-০৯-০২ ৮:০৮:২৫ পিএম আপডেট: ২০২৪-১২-২১ ১১:৫৩:৪২ এএম বাংলাদেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীরা স্বামীর কৃষি জমির ভাগ পাবেন বলে হাইকোর্ট রায় দিয়েছে। ফলে শত বছরের বৈষ্যমের বেড়াজাল ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে।

৮৩ বছর আগের ১৯৩৭ সালের হিন্দু বিধবা সম্পত্তি আইনে স্বামীর বসতভিটাতেই শুধু অধিকার দেয়া হয়েছিল। এখন হাইকোর্টের রায়ের ফলে হিন্দু বিধবা নারীরা স্বামীর সব সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠিত হবে।

সম্পত্তির অধিকার নিয়ে আন্দোলনকারি নারীরা বলেছেন, এখন শত শত বছরের বৈষ্যমের বেড়াজাল থেকে বেরোনো সম্ভব হতে পারে।

আন্দোলনকারিরা আরো বলছেন, “আদালতে এই রায়কে এখন আইনে রুপ দিতে হবে।”

সরকার সেই পদক্ষেপ নেবে-সেটাই তাদের আশা। 

খুলনায় গৌরীদাসী নামের একজন বিধবা নারী স্বামীর কৃষিজমি অধিকার দাবি করেছিলেন। এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল।

বিধবারা স্বামীর কৃষিজমির ভাগ পাবেন না-এই দাবি নিয়ে মি: মণ্ডল ১৯৯৬ সালে খুলনার আদালতে মামলা করেছিলেন।

কিন্তু খুলনার জজ আদালতের রায়ে হিন্দু বিধবাদের স্বামীর কৃষিজমিতে অধিকার দেয়া হয়েছিল। তখন এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছিল।

দীর্ঘদিন পর বুধবার হিন্দু বিধবা নারীদের স্বামীর কৃষিজমিতে ভাগ পাওয়ার পক্ষেই রায় এলো।

মনে করা হচ্ছে, এই রায়ের ফলে, একজন হিন্দু বিধবা নারী তার স্বামীর কৃষি জমিতে তার অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং আনুপাতিকহারে সম্পত্তির ভাগ পাবেন।