- ● যেভাবে ‘টেসলা’য় কর্মরত বাংলাদেশের রাফা
- ● A Decade of Recitation Elegance: Bachonik Celebrates 10 Years of Artistic Brilliance
- ● বর্ণাঢ্য আয়োজনে বুয়েট নাইট অনুষ্ঠিত
- ● ‘গান্ধী শান্তি পুরস্কার’-এ ভূষিত বঙ্গবন্ধু
- ● শনিবারের কলমে হিমাদ্রী: মায়ের “শেখসাব”
- ● সুখী দেশের তালিকায় কানাডা ১৫তে, শীর্ষে ফিনল্যান্ড
- ● গিনেস বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- ● দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতাদের তালিকায় মাশরাফি
- ● ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
- ● প্রসংশায় ভাসছে জিয়া হাসানের সাথে ঘরোয়া’র স্বত্বাধিকারীর আলাপচারিতা
চাকরি হারিয়ে রিকশা চালানো মিউজিশিয়ানকে নিয়োগ দিল ‘স্বপ্ন’
চাকরি হারিয়ে রিকশা চালানো শুরু করা মিউজিশিয়ান এহসানুর রশীদ পুনমকে চাকরি দিয়েছে বাংলাদেশের সুপারশপ ‘স্বপ্ন’। তাকে প্রতিষ্ঠানটির ‘ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এহসানুর রশীদের বাড়ি বগুড়ায়। গান করার পাশাপাশি তিনি চাকরিও করতেন। গত বছর এক গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন তিনি। সেই সময় তিনি ছিলেন একটি পোশাক কারখানার প্রশাসন বিভাগের কর্মী।
‘স্বপ্ন’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এহসানুর রশীদ দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে টাকা ব্যয় করতে গিয়ে নিঃস্ব হয়ে যান। তত দিনে চাকরিও চলে যায়। এর মধ্যে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে আর চাকরিও পাননি। দিশা না পেয়ে ঢাকায় রিকশা চালানো শুরু করেন।
এহসানুর রশীদ মিউজিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন স্যালভেশন নামের একটি ব্যান্ডের সঙ্গে, যেটি টেলিভিশনের এক প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হিসেবে বিজয়ী হয়েছিল।
একটি অনলাইন পোর্টালে এহসানুর রশীদকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা চোখে পড়ে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসানের। এরপর যোগাযোগ করা হলে গত শুক্রবার বিকেলে স্বপ্ন কার্যালয়ে হাজির হন এহসানুর।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান ও অপারেশনস ডিরেক্টর আবু নাছের অনলাইনে এহসানুর রশীদের সঙ্গে কথা বলার পর মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী ও মিডিয়া ম্যানেজার কামরুজ্জামান তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘অনলাইনে ভিডিও প্রতিবেদনটা দেখে মনে হচ্ছিল, ওনার জন্য কিছু করি। সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁর জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা।’
চাকরি পাওয়ার পর এহসানুর রশীদ বলেন, ‘এমন দুঃসময়ে চাকরি পাব, এটা ভাবতেও পারিনি। আমাকে যে সম্মান আজ স্বপ্ন দিল, সেটা সততার সঙ্গে রক্ষা করতে চাই আমি। নতুন পদে নতুন চাকরিটা ভালোভাবে করতে চাই।’