চাকরি হারিয়ে রিকশা চালানো মিউজিশিয়ানকে নিয়োগ দিল ‘স্বপ্ন’

By: সুখবর ডেস্ক ২০২০-০৭-০৪ ৪:৩৪:২০ এএম আপডেট: ২০২৪-০৩-২৮ ৫:১৬:২২ এএম বাংলাদেশ
এহসানুর রশীদ পুনমকে (মাঝে) নিয়োগপত্র তুলে দিচ্ছেন ‘স্বপ্ন’র কর্মকর্তারা

চাকরি হারিয়ে রিকশা চালানো শুরু করা মিউজিশিয়ান এহসানুর রশীদ পুনমকে চাকরি দিয়েছে বাংলাদেশের সুপারশপ ‘স্বপ্ন’।  তাকে প্রতিষ্ঠানটির ‘ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।


এহসানুর রশীদের বাড়ি বগুড়ায়। গান করার পাশাপাশি তিনি চাকরিও করতেন। গত বছর এক গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন তিনি। সেই সময় তিনি ছিলেন একটি পোশাক কারখানার প্রশাসন বিভাগের কর্মী।

 

‘স্বপ্ন’র  পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, এহসানুর রশীদ দুর্ঘটনার পর চিকিৎসার পেছনে টাকা ব্যয় করতে গিয়ে নিঃস্ব হয়ে যান। তত দিনে চাকরিও চলে যায়। এর মধ্যে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে আর চাকরিও পাননি। দিশা না পেয়ে ঢাকায় রিকশা চালানো শুরু করেন।

 

এহসানুর রশীদ মিউজিশিয়ান হিসেবে যুক্ত ছিলেন স্যালভেশন নামের একটি ব্যান্ডের সঙ্গে, যেটি টেলিভিশনের এক প্রতিযোগিতায় সেরা ব্যান্ড হিসেবে বিজয়ী হয়েছিল।

 

একটি অনলাইন পোর্টালে এহসানুর রশীদকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা চোখে পড়ে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসানের। এরপর যোগাযোগ করা হলে গত শুক্রবার বিকেলে স্বপ্ন কার্যালয়ে হাজির হন এহসানুর।

 

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান ও অপারেশনস ডিরেক্টর আবু নাছের অনলাইনে এহসানুর রশীদের সঙ্গে কথা বলার পর মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী ও মিডিয়া ম্যানেজার কামরুজ্জামান তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

 

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘অনলাইনে ভিডিও প্রতিবেদনটা দেখে মনে হচ্ছিল, ওনার জন্য কিছু করি। সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁর জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা।’

 

চাকরি পাওয়ার পর এহসানুর রশীদ বলেন, ‘এমন দুঃসময়ে চাকরি পাব, এটা ভাবতেও পারিনি। আমাকে যে সম্মান আজ স্বপ্ন দিল, সেটা সততার সঙ্গে রক্ষা করতে চাই আমি। নতুন পদে নতুন চাকরিটা ভালোভাবে করতে চাই।’