জয়ে শুরু বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের

প্রকাশঃ ১৯-০৭-১১ ১:৩১:২৩ পিএম
আপডেটঃ ২০২৪-১২-২২ ৩:৫৪:১৭ এএম
লেখকঃ রাশেদ শাওন
 জয়ে শুরু বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দলের

নাঈমুর রহমানের দূর্জয়ের স্পিন জাদুতে পরাস্ত হয়েছে ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯’-এর  প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।  প্রতিপক্ষকে ১২ রানে হারিয়ে বাংলাদেশ ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের শুরুটা ভালো করেছে।

 

গতকাল বুধবার চিসউইক বার্লিংটন লেন মাঠে আগে ব্যাটিং করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আটকে যায় ১২৩ রানে। বাংলাদেশের হয়ে এ ম্যাচে মাঠে নামেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। এ ছাড়া খেলেছিলেন লন্ডনের স্থানীয় একাডেমির দুই বাংলাদেশি তরুণ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রায়হান। এ ছাড়া মারুফ ৩২, শিয়ান ১৬, তন্ময় ১৫, বাপ্পি ১৩, মনির ৮ রান করেন।

 

বোলিংয়ে অধিনায়ক দুর্জয় বাংলাদেশের সেরা। ১১ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং দিশেহারা করে দেন। এ ছাড়া বাপ্পি, এনামুল ও ইমান একটি করে উইকেট নিয়েছেন। পাকিস্তানের শুরুটা ভালো হয়েছিল। ওপেনার জাফর ৩৯ ও তিনে নামা আব্বাস ৩৫ রান করেন। তাদের ফেরার পর বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানের কোনো সাংসদ।

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- ২০১৯’ আয়োজিত হয়েছে। দুটি গ্রুপে অংশ নিচ্ছে আটটি দল। 'এ' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও বিকেলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition