কোভিড-১৯ এর ফলে বৈশ্বয়িক মহামারির মধ্যেও টেক জায়ান্ট অ্যাপলের প্রধান কর্মকর্তা টিম কুক বিশ্বের অভিজাত বিলিয়নিয়ার ক্লাব বা শত কোটি ডলারের মালিকদের অন্তর্ভুক্ত হয়েছেন।
সদ্য সমাপ্ত প্রান্তিকে পাঁচ হাজার ৯৭০ কোটি ডলার মুনাফা ঘোষণা করেছে অ্যাপল। গত ৩০ জুলাই প্রান্তিক ফলাফল ঘোষণার পরই শেয়ারপ্রতি দর ২ দশমিক ৫৮ ডলার বা ১৮ শতাংশ পর্যন্ত বাড়ে। তারপর থেকে ইতিবাচক দর প্রবৃদ্ধি হয়েছে অ্যাপলের বাজার মূল্যায়ন।
যুক্তরাষ্ট্রে স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান আরো দৃঢ় হচ্ছে কোম্পানিটির। গেল প্রান্তিকের ৬০ শতাংশ মুনাফাই হয় আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির মাধ্যমে।
ফলে কোম্পানিটিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ বেড়েই চলেছে। সাফল্যের এই ধারা অব্যাহত যার নেতৃত্বে সেই টিম কুক- অ্যাপলের ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি শেয়ারের মালিক। তাছাড়া, গত বছর বেতন-ভাতা বাবদ তাকে সাড়ে ১২ কোটি ডলার দেয় কোম্পানিটি।
তবে টিমের চাইতেও সিলিকন ভ্যালির অনেক নির্বাহী বিপুল বিত্তের অধিকারী। এমনই একজন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত সপ্তাহে ফেসবুক নির্বাহীর ব্যক্তিগত সম্পদ পৌছায় ১০ হাজার কোটি ডলারের ঘরে।
যার মূল কারণ; শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য মহামারির কল্যাণকর অবদান! হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা। বিশ্বব্যাপী প্রযুক্তি আলিঙ্গন বাড়িয়েছে মানুষ; লকডাউন আর শাটডাউনের ফেরে। ক্ষেত্রবিশেষ প্রযুক্তি পণ্যের ক্রয়ও বাড়ে। অনলাইন ডেলিভারির ব্যবসা আকাশছোঁয়ার কথা তো সকলেই জানেন।
সবকিছু মিলিয়ে সিলিকন ভ্যালির; শীর্ষ তিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের মুনাফা বেড়েছে। অবশ্য সবাইকে ছাড়িয়ে অচিরেই বিশ্বের প্রথম দুই লাখ কোটি ডলারের বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার মাইলফলক ছুঁতে চলেছে অ্যাপল। দুই বছর আগে কোম্পানিটি অর্জন করেছিল বিশ্বের প্রথম এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার বিরল রেকর্ড।
নয় বছর আগে স্টিভ জবসের প্রস্থানের পর অ্যাপলের দায়িত্ব নেন টিম কুক। এই সময়ে তার কর্মতৎপরতায় অ্যাপলের বৈশ্বিক ব্যবসার পরিধি বেড়ে চলে। তাই টিমের বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ মূলত কোম্পানি প্রদত্ত শেয়ারের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য ভাতা মিলিয়ে পাওয়া আর্থিক সুবিধার কল্যাণে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এ তথ্য জানিয়েছে।
অবশ্য নিজের সম্পদ জমিয়ে রেখে একা সুবিধা ভোগের চিন্তা করেন না টিম কুক। এর আগে ২০১৫ সালেই ঘোষণা দিয়েছিলেন; অর্জিত অধিকাংশ সম্পদ দানের কথা। এরপর কয়েক মিলিয়ন (১ মিলিয়ন =১০ লাখ) ডলার দানও করেন।
আবার শত কোটি ডলারের মালিকদের তালিকায় থাকায়- এখন টিমকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনকে ৫০ শতাংশ হারে আয়কর পরিশোধ করতে হবে।
Chairman Of The Board: Syed Shamsul Alam
Editor in Chief: Tahsen Rashed Shaon
SHOKHOBOR24.COM
2994 DANFORTH AVE. | SUITE# 201
TORONTO. ON. M4C 1M7. CANADA
COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition