এই আগস্টে রয়েছে ৫ টি শনিবার-রবিবার-সোমবার; এমন ঘটে ৮২৩ বছরে একবার!

প্রকাশঃ ২০-০৮-০২ ২:৪০:০৫ পিএম
আপডেটঃ ২০২৪-১১-২৩ ৭:৫৭:১৮ পিএম
লেখকঃ রাশেদ শাওন
এই আগস্টে রয়েছে ৫ টি শনিবার-রবিবার-সোমবার; এমন ঘটে ৮২৩ বছরে একবার!
অনলাইন থেকে সংগৃহীত ছবি

এরই মধ্যে আপনাকেও হয়তো কেউ ম্যাসেজে পাঠিয়েছে, ‘এবারের আগস্ট মাসে ৫টি শনিবার, ৫টি রবিবাব ও ৫টি সোমবার রয়েছে। এমনটি ঘটে প্রতি ৮২৩ বছরে একবার! এই খুদে বার্তাটি যদি পাঠিয়ে দাও তোমার সকল বন্ধুকে, তাহলে পাবে অঢেল টাকাকড়ি। আর যদি না পাঠাও তাইলে হবে ভীষণ ক্ষতি।’ এমনটাই প্রচলিত আছে চীনা এক শহুরে মিথে। বাস্তবেও কি তাই।

 
পুরো বিষয়টি না জানা পর্যন্ত উত্তেজিত হওয়ার দরকার নেই আপনার। আগে জানুন, পুরো ঘটনাটি। সত্যিই কি ৫ শনিবার, ৫ রবিবার, ৫ সোমবার আসে ৮২৩ বছর পরে পরে? 

 

৮২৩ বছরের মিথ:

আপনি হয়তো এরই মধ্যে ইমেইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখেছেন ৫ শনি, রবি, সোম-এর মিথ সম্পর্কে। এমনকি না জেনে, বুঝে শেয়ার করেত মরিয়া হয়েছেন। কেননা মিথ বলছে আপনি যদি এটি বন্ধু, পরিবারের মধ্যে না ছড়িয়ে দেন তাহলে ঘটে যেতে পারে ভীষণ অনার্থ। আর যদি তা এখনই ছড়াতে শুরু করেন তাহলে ৪ দিনের ভিতরে এর কারিশমা জানতে পারবেন!

শুধু আগস্ট মাস নিয়েই নয়, যেসব দেশে উইকএন্ড শুরু হয় শুক্রবারে সেসব দেশেও এই মিথটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল এ বছর মে মাসে একবার। কেননা ২০২০-এর মে মাসে ছিল ৫টি শুক্রবার, ৫টি শনিবার ও ৫টি রবিবার। চীনাদের মতে একে ডাকা হয় ’সিলভার পকেট ফুল’ অথবা ‘মানি ব্যাগ ফুল’ নামে। আর এখনকার মতো অতীতেও মনে করা হত এমনটি হলে তা জানাতে হবে পরিচিত সকলকে নচেত পড়তে হবে মহাবিপদে! এটি শুধুই একটি মিথ, এতে সত্যি নেই এক রত্তি।

বাস্তবতা হল, আগামী টানা তিন বছর ৫টি শুক্রবার, ৫টি শনিবার, ৫টি রোববার পাওয়া যাবে যথাক্রমে অক্টোবর২০২১, জুলাই-২০২২ ও ডিসেম্বর-২০২৩ এ। আর মে মাসে ৫ শুক্রবার, ৫ শনিবার, ৫ রবিবার কম্বিনেশন ফিরবে মাত্র ৬ বছর পরেই। এর জন্যে আপনাকে অপেক্ষা করতে হবে না আরও ৮২৩ বছর। ২০২৬ সালেই দেখা পাবেনে এমন আরেকটি মে মাসের যার থাকবে ৫ শুক্রবার, ৫ শনিবার আর ৫ রবিবার। আর একই বছর দেখা মিলবে ৫ শনিবার, ৫ রবিবার ও ৫ সোমবারেও।

তাহলে ঘটনাটি দাড়ালো যে, চিলে কান নিয়ে গেছে শুনে, দৌড়াতে নেই চিলের পিছে। আগে দেখতে হবে, সত্যিই আপনার কানটি উধাও হল নাকি তা আছে যথাস্থানেই!

 

বাস্তবে কি বলছে?

সপ্তাহের এই ৫ উইকএন্ড কম্বিনেশন আসে প্রতি ৮২৩ বছরে একবার এটি মোটেও ঠিক নয়। আমরা খুব দ্রুত তা বুঝে নিতে পারি। এখানে মূল বিষয়টি হল- ৩১ দিনে শেষ হওয়া প্রতিটি মাসে যদি তিনটি উইকডে একই দিনে পড়ে তাহলে তা প্রতি পাঁচ বছর পর তা আবার ফিরে আসে। আর যদি কোনো মাস ৩১ দিনের হয় এবং তা যদি শুরু হয় শনিবারে তাহলেই সেই মাসে ৫ শনিবার, ৫ রবিবার ও ৫ সোমাবার অথবা ৫টি করে শুক্রবার, শনিবার ও রবিবারের দেখা পাবেন। 

 

মিথটি কেন সত্যি নয়?

এটা জানতে হলে আপনাকে কিছু অংক করতে হবে এখন। প্রতিটি বছরেই ৭টি করে ৩১ দিনের মাস রয়েছে।  এই মাসগুলোতে কমপক্ষে তিনটি কেরে ইউকডেস রয়েছে। যা ফিরে ‍ফিরে আসে ৫ বার। ধরুণ- ২০২০ মার্চ মাসে ছিল ৫টি রবিবার, ৫টি সোমবার এবং ৫টি মঙ্গলবার। আবার জুলাইয়ের ছিল ৫টি বুধবার, ৫টি বৃহস্পতিবার ও ৫টি শুক্রবার। এক মাসে ৭ দিনের যেকোনো দিন সপ্তাহ শুরু হতে পারে। সেই হিসেবে এই দিন দিনের যে কম্বিনেশন রয়েছে তা এক বছরের ভিতরে দেখা যায় মোট ৫ বার।  আর এই ঘটনা ৬ বার ঘটে লিপিয়ার বছরে। এর কারণটি হল সাধারণত ৩১ দিনের দুটি মাস একই দিনে শুরু হয় বছরে দুইবার। উধাহরণ স্বরূপ, যে বছর জানুয়ারি মাস শুরু হয় সোমবারে, সেই বছর জুলাই মাসও শুরু হয় সোমবারেই। আর লিপিয়ার সালে এমন মিল দেখা যায় জানুয়ারি ও অক্টোবর মাসের মধ্যে।

 

৫ দিনের এমন দিল রয়েছে যেসব মাসে-

Dates:

1/ 8 / 15 / 22 / 29

2 / 9 / 16 / 23 / 30

3 / 10 / 17 / 24 / 31

Comments

January 2020

5 Wednesdays

5 Thursdays

5 Fridays

Same as July 2020

March 2020

5 Sundays

5 Mondays

5 Tuesdays

 

May 2020

5 Fridays

5 Saturdays

5 Sundays

 

July 2020

5 Wednesdays

5 Thursdays

5 Fridays

Same as January 2020

August 2020

5 Saturdays

5 Sundays

5 Mondays

 

October 2020

5 Thursdays

5 Fridays

5 Saturdays

 

December 2020

5 Tuesdays

5 Wednesdays

5 Thursdays

 

January 2021

5 Friday

5 Saturday

5 Sunday

Same as October 2021

March 2021

5 Mondays

5 Tuesdays

5 Wednesdays

 

May 2021

5 Saturdays

5 Sundays

5 Mondays

 

July 2021

5 Thursdays

5 Fridays

5 Saturdays

 

August 2021

5 Sundays

5 Mondays

5 Tuesdays

 

October 2021

5 Fridays

5 Saturdays

5 Sundays

Same as January 2021

December 2021

5 Wednesdays

5 Thursdays

5 Fridays

 

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition