কৌতুক : পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ও অন্যান্য

প্রকাশঃ ২০-০৭-১৭ ৯:০০:৩৯ পিএম
আপডেটঃ ২০২৫-০১-২২ ১০:৫৮:৫৪ এএম
লেখকঃ সুখবর ডেস্ক
কৌতুক : পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ও অন্যান্য
অনলাইন থেকে সংগৃহীত ছবি

ঘর গোছানোর নতুন কৌশল

আসাদ: কী ব্যাপার! আজ ঘর-দোর সব ফিটফাট লাগছে! ফেসবুক-হোয়াটস্আপ কি বন্ধ করে দিয়েছে না-কি?

লিলি: না তো!

আসাদ: তাহলে কে গোছালো?

শান্তা: আব্বু, মোবাইলের চার্জারটা পাচ্ছিল না আম্মু। সেটা খুঁজতে গিয়েই পুরো ঘর ওলট-পালট। শেষে বাধ্য হয়েই ঘর গুছিয়েছে। তা-ও আবার আমাকে সঙ্গে নিয়ে।

 

পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে!

তারেক: আই লাভ ইউ মিনা। তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।

মিনা: কিন্তু তোমার পেছনে তো বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তারেক ভাই!

তারেক পিছন ফিরে ধোঁকা খেলো। কারণ সেখানে কেউ ছিল না। এবারে মিনা বলে-

মিনা: তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে কখনও পিছন ফিরে দেখতে না! আই হেট ইউ, তারেক...

 

খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো

শিক্ষক: খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো। তোমরা প্রতিদিন খেলাধুলা করবে...

নান্টু: জ্বি স্যার! আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি...

শিক্ষক: গুড বয়, প্রতিদিন কয় ঘণ্টা করে খেলো, বলো শুনি?

নান্টু: মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত, স্যার…

 

ভালোবাসলে পরীক্ষা করতে না

রনি: তুমি চলে গেলেও আমি ভেঙে পড়বো না। তবে এই হীরার আংটিটা কী করবো! কাকে দেব?

লিলি: আচ্ছা! আমি কি একটুও মজা করতে পারব না আমার জানুর সাথে?

এ কথা বলেই লিলি জড়িয়ে ধরল রনিকে। এরপর গল্প করে সময় কাটিয়ে আংটি নিয়ে চলে গেল লিলি।

তবে পর দিনই হন্তদন্ত হয়ে রনির কাছে ছুটে এলো লিলি-

লিলি: আরে এটা তো আসল হীরা না, তোমাকে তো ঠকিয়ে দিয়েছে দোকানদার!

রনি: তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তাহলে এটা কখনো পরীক্ষা করে দেখতে না।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition