কৌতুক : স্ত্রীর কথা না বলার কারণ

প্রকাশঃ ২০-০৫-১৩ ৬:২৬:১২ পিএম
আপডেটঃ ২০২৪-১২-২১ ৯:২৮:২৭ পিএম
লেখকঃ সুখবর ডেস্ক
কৌতুক : স্ত্রীর কথা না বলার কারণ

স্ত্রীর কথা না বলার কারণ 

পিন্টু সমস্যায় পড়েছে। বন্ধুর সঙ্গে কথা বলছে, পরামর্শ চাইছে-

পিন্টু: দোস্ত, দুইদিন ধইরা বউ কথা বন্ধ কইরা রাখছে। কী যে করি…

বন্ধু: এখন কী করবি সেটা পরে বলি। আগে কী করছিলি সেইটা বল, কী কারণে ভাবি এমন রেগে আছে?

পিন্টু: সেদিন তার বাপের বাড়ির লোকজন এসেছিল। আমাকে বলল, কিছু নিয়ে আস তাড়াতাড়ি। আমি সিএনজি স্কুটার ডেকে এনেছিলাম…

বন্ধু: আমার কাজ আছে দোস্ত, যাই। আরেকদিন কথা হবে...

 

 

বিপদকে হাসিমুখে মোকাবেলা করুন!

অনেক দিন পর স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরেছে। সেন্টু দৌড়ে গিয়ে উৎফুল্ল হয়ে দরজা খুলে দাঁড়ালো। বউকে দেখে হাসি মুখে বলল-

সেন্টু: শুভ গৃহ প্রত্যাবর্তন!

স্ত্রী: কী ব্যাপার! এত হাসি-খুশি কেন? আমাকে দেখে তো এত খুশি হও না!

সেন্টু: সকালে রাশিফলে দেখলাম, বিপদকে হাসিমুখে মোকাবেলা করুন!

 

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করনীয়

ওসি: ক্রেডিট কার্ড হারিয়ে গেছে, তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করেননি কেন?

পিন্টু: কার্ডটা চুরি হওয়ার পর দেখলাম চোর আমার বউয়ের থেকে কম খরচ করছে, তাই...

ওসি: এখন রিপোর্ট করতে এসেছেন কেন?

পিন্টু: কার্ডটা মনে হয় এবার চোরের বউয়ের হাতে পড়েছে। খরচের মাত্রা চারগুণ হয়ে গেছে দুই দিনে...

 

 

বিয়ে ও হানিমুনের সংজ্ঞা 

বিবাহের সংজ্ঞা: বিবাহ কী- তা বুঝতে একজন চিরকুমার বিজ্ঞানী শেষপর্যন্ত বিয়ে করলেন। এখন তিনি বুঝতে পারছেন না ‘বিজ্ঞান’ জিনিসটা আসলে কী?

হানিমুনের সংজ্ঞা: চিরদিনের জন্য জুটে যাওয়া বসের অধীনে কাজ শুরুর আগে একজন পুরুষ মানুষের সর্বশেষ ছুটি উদযাপন।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition