পিন্টু সমস্যায় পড়েছে। বন্ধুর সঙ্গে কথা বলছে, পরামর্শ চাইছে-
পিন্টু: দোস্ত, দুইদিন ধইরা বউ কথা বন্ধ কইরা রাখছে। কী যে করি…
বন্ধু: এখন কী করবি সেটা পরে বলি। আগে কী করছিলি সেইটা বল, কী কারণে ভাবি এমন রেগে আছে?
পিন্টু: সেদিন তার বাপের বাড়ির লোকজন এসেছিল। আমাকে বলল, কিছু নিয়ে আস তাড়াতাড়ি। আমি সিএনজি স্কুটার ডেকে এনেছিলাম…
বন্ধু: আমার কাজ আছে দোস্ত, যাই। আরেকদিন কথা হবে...
অনেক দিন পর স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরেছে। সেন্টু দৌড়ে গিয়ে উৎফুল্ল হয়ে দরজা খুলে দাঁড়ালো। বউকে দেখে হাসি মুখে বলল-
সেন্টু: শুভ গৃহ প্রত্যাবর্তন!
স্ত্রী: কী ব্যাপার! এত হাসি-খুশি কেন? আমাকে দেখে তো এত খুশি হও না!
সেন্টু: সকালে রাশিফলে দেখলাম, বিপদকে হাসিমুখে মোকাবেলা করুন!
ওসি: ক্রেডিট কার্ড হারিয়ে গেছে, তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করেননি কেন?
পিন্টু: কার্ডটা চুরি হওয়ার পর দেখলাম চোর আমার বউয়ের থেকে কম খরচ করছে, তাই...
ওসি: এখন রিপোর্ট করতে এসেছেন কেন?
পিন্টু: কার্ডটা মনে হয় এবার চোরের বউয়ের হাতে পড়েছে। খরচের মাত্রা চারগুণ হয়ে গেছে দুই দিনে...
বিবাহের সংজ্ঞা: বিবাহ কী- তা বুঝতে একজন চিরকুমার বিজ্ঞানী শেষপর্যন্ত বিয়ে করলেন। এখন তিনি বুঝতে পারছেন না ‘বিজ্ঞান’ জিনিসটা আসলে কী?
হানিমুনের সংজ্ঞা: চিরদিনের জন্য জুটে যাওয়া বসের অধীনে কাজ শুরুর আগে একজন পুরুষ মানুষের সর্বশেষ ছুটি উদযাপন।
Chairman Of The Board: Syed Shamsul Alam
Editor in Chief: Tahsen Rashed Shaon
SHOKHOBOR24.COM
2994 DANFORTH AVE. | SUITE# 201
TORONTO. ON. M4C 1M7. CANADA
COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition