বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় চলচ্চিত্র মেড ইন বাংলাদেশ টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের পর এবারে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে।
জানা গেছে, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা বিভাগে ছবিটি প্রদর্শিত হবে ৬ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
অক্টোবর ২ থেকে ১৩ পর্যন্ত অনুষ্ঠিব্য ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হবে। ‘ডিবেট’ বিভাগে এ ছবিটি ছাড়াও ফ্রসোঁয়া ওযু, অ্যালেক্স গিবনি, টেরেন্স মালিক, আগনেস্কা হল্যান্ড, সিরো গুয়েরা এবং অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতাদের সিনেমাও প্রদর্শিত হবে।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা- তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পে নির্মিত হয়েছে মেড ইন বাংলাদেশ।
প্রথম ছবি মেহেরজান এবং দ্বিতীয় ছবি আন্ডার কনস্ট্রাকশন–এর পর এটি নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি।
এতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।
২০১৬ থেকে ছবিটির কাজ শুরু করেন রুবাইয়াত হোসেন। লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য জিতে নেন ‘আর্টে ইন্টারন্যাশনাল’ পুরস্কার।
এছাড়া ছবিটি নির্মাণের জন্য পেয়েছেন ফ্রান্স সরকারের সিএনসি ফান্ড, নরওয়ে সরকারের সোরফন্ড প্লাস, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরিমাজ ফান্ড, ডেনমার্কের ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট ফান্ড ও টোরিনো ফিল্ম ল্যাবের অডিয়েন্স ডিজাইন ফান্ড।
ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স) ও আশিক মোস্তফা (বাংলাদেশ) এবং যৌথ প্রযোজক পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)।
বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।
Chairman Of The Board: Syed Shamsul Alam
Editor in Chief: Tahsen Rashed Shaon
SHOKHOBOR24.COM
2994 DANFORTH AVE. | SUITE# 201
TORONTO. ON. M4C 1M7. CANADA
COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition