হলিউডের শিল্পী-কলাকুশলিদের নিয়ে ‘মাসুদ রানা’

প্রকাশঃ ১৯-০৭-২২ ৯:০৮:০৯ পিএম
আপডেটঃ ২০২৪-১২-২২ ১২:১৬:১৬ এএম
লেখকঃ রাশেদ শাওন
হলিউডের শিল্পী-কলাকুশলিদের নিয়ে ‘মাসুদ রানা’
সংগৃহিত

‘বাঙালির স্বপ্নের চরিত্র, সুপার হিরো, তরুণদের আইডল, তরুণীদের স্বপ্নের পুরুষ, কাজী আনোয়ার হোসেন স্যারের অনন্য সৃষ্টি ‘মাসুদ রানা’কে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে।’ এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র প্রযাজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। 

‘মাসুদ রানা এখন শুধু আর বাঙালির মাঝে সীমাবদ্ধ থাকছে না। ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কারণ সম্পূর্ণ সিনেমাটি তৈরি হচ্ছে হলিউডে এবং রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড। সিনেমাটি দুইটি ভাষায় তৈরি হবে- বাংলা ও ইংলিশ। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কোলকাতায়। আর সারাবিশ্বে এক যোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে। তবে বাংলাদেশ ও কোলকাতার মাল্টিপ্লেক্স গুলোতেও ইংরেজি ভাষার সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, সাথে সহযোগী প্রযোজক হিসাবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান SILVERLINE’।

সম্প্রতি প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাউড পেইজে এ তথ্য জানিয়েছে।

তারা আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী নির্মাতা আসিফ আকবর এ ছবিটি নির্দেশনা দেবেন। এতে অভিনয় করছেন হলিউডের কয়েকজন অভিনেতা। থাকছেন মিকি রুর্কি, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্ট, মাইকেল পেরে এবং রেসলিং তারকা দ্য গ্রেট খালি। ‘মাসুদ রানা’ সিরিজের ছবির ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে থাকছেন ‘জেমস বন্ড’ সিরিজসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় ছবির ডিওপি পিটার ফিল্ড। ‘ইনসেপশন’, ‘ব্যাটম্যান’ ও ‘ট্রান্সফরমার’ সিরিজের ফাইট ডিরেক্টর ফিল ট্যান আছেন এই ছবিতে। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের শেষ দুটি ছবির চেজিং দৃশ্যগুলো যে টিম করেছে, তারাই ‘মাসুদ রানা’ ছবির চেজিং দৃশ্যগুলো ধারণ করবে।

ছবির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

জাজ মাল্টিমিডিয়া থেকে আরও জানানো হয়েছে, ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ ছাড়া এই সিরিজের ‘সুলত’  চরিত্রে বলিউডের একজন নায়িকা অভিনয় করবেন। সিরিজের নিয়মিত চরিত্র ‘রুপা’, ‘কবির চৌধুরী’ ও ‘রাহাত খান’ রূপে কাদের দেখা যাবে, তাও একই সঙ্গে জানানো হবে।

‘মাসুদ রানা’ সিরিজের এই ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

ছবির পরিচালক আসিফ আকবরের ব্যাপারে গত বছর সেপ্টেম্বর মাসে জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, ‘সেই নির্মাতা একটি সায়েন্স ফিকশনসহ তিনটি সিনেমা তৈরি করেছেন এবং তাঁর ঝুলিতে কিছু পুরস্কারও আছে। তিনি এক টগবগে তরুণ।’ মেধাবী এই নির্মাতা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিংয়ের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। সপরিবারে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। আগেই জানা গেছে, চলচ্চিত্রের জন্য ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

অ্যাস্ট্রো’ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২০১৮ সালের ৮ জুন। এই একটি ছবি দিয়েই হলিউডে পরিচালক হিসেবে নিজের যোগ্যতা আর সম্ভাবনার জানান দেন আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। এই সময়ে ১৬টি চলচ্চিত্রের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিভিশন চলচ্চিত্র ও তথ্যচিত্র। নয়টি ছবিতে তিনি অভিনয় করেছেন। যুক্ত ছিলেন কাহিনি ও চিত্রনাট্য লেখা এবং সম্পাদনার সঙ্গেও।

সব বয়সী পাঠকের কাছে সমান জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’। ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। মাসুদ রানা—বাংলা ভাষায় লেখা স্পাই থ্রিলারের প্রধান চরিত্র। কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ ২০১৬ সালের মে মাসে পূর্ণ করছে ৫০ বছর। ‘মাসুদ রানা’র শুরুটা হয়েছিল ১৯৬৬ সালে, ‘ধ্বংস পাহাড়’ দিয়ে।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition