কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর যুক্তরাষ্ট্র জয়

প্রকাশঃ ২০-০৯-০২ ৮:২০:০২ পিএম
আপডেটঃ ২০২৪-১১-২১ ১০:৪৫:২৮ এএম
লেখকঃ সুখবর ডেস্ক
কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর যুক্তরাষ্ট্র জয়
কোরিয়ান ব্যান্ড বিটিএস

নিজেদের প্রথম ইংরেজি গান প্রকাশ করেই ইতিহাস গড়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস৷ তারা প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট হান্ড্রেড সিঙ্গেলসের শীর্ষে৷

এর আগে ২০১২ সালে পিএসওয়াই-র ‘গ্যাংনাম স্টাইল-এর দুই নাম্বারে ওঠাই ছিল যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে কে-পপের সর্বোচ্চ সাফল্য৷

সোমবার তাদের প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’ দিয়ে টপ চার্টের শীর্ষস্থান নিয়ে নিয়েছে তারা৷ সাত সদস্যের ব্যান্ড বিটিএস-এর আগে কোরিয়ার আর কোনো ব্যান্ড যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে এক নাম্বারে উঠতে পারেনি৷ 

টপচার্টের শীর্ষস্থান দখলের পাশাপাশি তিন কোটি ৩৯ লাখ স্ট্রিমিংও পেয়েছে ‘ডায়নামাইট’, বিক্রি হয়েছে তিন লাখ কপি৷ এক সপ্তাহের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির রেকর্ডও গড়েছে ২০১৭ সালে টেলর সুইফটের ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু'-এর অর্জনকে পিছনে ফেলে৷

এই সাফল্যে বিটিএসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন। পাশাপাশি করোনাকালে মানুষকে বিনোদনের মাধ্যমে উজ্জীবিত করার জন্য ধন্যবাদও জানিয়েছেন পপ দলটিকে৷ 

জবাবে টুইটারে বিটিএস লিখেছে, ‘‘সময়টা কঠিন, তবে আমরা আশা করি আমাদের এ গান আপনাকেও একটু সাচ্ছন্দ্য এবং ইতিবাচক শক্তি জোগাবে৷’’

বিটিএস শুধু যুক্তরাষ্ট্রের বিলবোর্ডই কাঁপায়নি৷ রবিবার প্রথমবারের মতো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছে তারা৷ ২০১৩ সালে প্রতিষ্ঠিত দলটি সেখানেও সেরা দল এবং সেরা পপ দলের পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতেছে৷

(রয়টার্স)

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition