‘স্বর্ণালী সন্ধ্যা’য় আফজাল-অপি’র সঙ্গী মাসুম রেজা ও মিতালী

প্রকাশঃ ১৯-০৯-০২ ৮:৫৩:৪১ পিএম
আপডেটঃ ২০২৫-০১-২২ ৬:০১:২৩ পিএম
লেখকঃ রাশেদ শাওন
‘স্বর্ণালী সন্ধ্যা’য় আফজাল-অপি’র সঙ্গী মাসুম রেজা ও মিতালী
‘স্বর্ণালী সন্ধ্যা’র ব্যানার

টরন্টো- ঢাকা কালচারাল নেট্ওয়ার্ক (টিডিসিএন) দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে দ্য ‍বিটলস অব বাংলাদেশ শীর্ষক ‘স্বর্ণালী সন্ধ্যা’র। এতে থাকছে গান, আবৃত্তি, নাটক।

এই অনুষ্ঠানে অংশ নিবেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও মঞ্চ ও টিভি নাটকের জনিপ্রয় অভিনেতত্রী অপি করিম। এতে আরো অংশ নিবেন নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা ও ভারতের কলকাতার কণ্ঠশিল্পী মিতালী মুখার্জী।

১৯০, রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিতব্য আয়োজনের উপস্থাপনায় থাকবেন সাবিনা বারী লাকি এবং অজন্তা চৌধুরী। স্বর্ণালী সন্ধ্যার আলোক ও মঞ্চ নিদর্শনায় থাকছেন ইশরাত নিশাত । সাথে থাকছেন পারভেজ চৌধুরী, আরিফ, বনি ও পলাশ। মিউজিক ডিরেকশনে থাকছেন শিল্পী আশিকুজ্জামান টুলু।

প্রিয় তারকাদের আসার খবরে ইতিমধ্যে স্বর্ণালী সন্ধ্যা নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দর্শণীর বিনিময়ে এই অনুষ্ঠানে  প্রতিটি সাধারণ টিকেট ২০ ডলার, ভিআইপি ৫০ ডলার আর ভিভিআইপি ১০০ ডলার। অনলাইনে টিকেটের জন্য এই লিংকে ক্লিক করতে পারেন!

 এছাড়াও টরন্টোর  রেড হট তন্দুরি,( ৩০৩ ডেনফোথৃথ এভেনিউ), শী ফ্যাশন ( ২৯৬০ ডেনফোর্থ এভেনিউ),  কানিজ বটিক হাউজ (২৮৮৯ ডেনফোথৃথ এভেনিউ) এ টিকেট পা্ওয়া যাচ্ছে। 

অনুষ্ঠান, স্পনসর ও টিকিট সংক্রান্ত সরাসরি কথা বলার জন্য  সবিতা সোমানী: 416 450 0913 এবং সোহেল : (647) 886-5565 এর সঙ্গে যোগাযোগের পরামর্শ  দিয়েছেন আয়োজকরা।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition