শনিবার, ২ মে হতে যাত্রা শুরু করল shukhobor24.com। ‘দেশবিদেশের সর্বশেষ সুখবর’ শ্লোগান নিয়ে কানাডা প্রবাসী বাংলা ভাষাভাষী কমিউনিটির জন্যে ২৪/৭ সংবাদ পরিবেশন করবে নতুন এই অনলাইন সংবাদ মাধ্যম।
বিশ্বের যেকোনো স্থান থেকে বাংলা ভাষাভাষীরা পত্রিকাটি পড়তে পারবেন এবং প্রদায়ক হিসেবে লেখা পাঠাতে পারবেন।
অনলাইনটি যাত্রা শুরুর এই মহেন্দ্র ক্ষণে জানাচ্ছে, প্রচলিত ও গতানুগতিক সংবাদ মাধ্যমের বাইরে গিয়ে shukhobor24.com ভিন্ন মাত্রার সংবাদ পরিবেশন করবে। বিশেষ করে, গড়পড়তা সংবাদ পরিবেশন না করে শুধুই ইতিবাচক খবর ও ফিচার প্রকাশ করবে সংবাদ মাধ্যমটি। এবং কমিউনিটির মানুষের পাশে থেকে তাদের অগ্রযাত্রা, অগ্রগতির কথা তুলে ধরার প্রত্যয়ে পথ চলবে।
এরই মধ্যে অনলাইনটি সীমিতভাবে স্থানীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ের পজেটিভ খবর প্রকাশ করছে। সামনের দিনগুলোতে বাংলা কমিউনিটির সংবাদ পিপাসু ও পাঠকদের চাহিদা পূরণে পুরোদমে কাজ করে যাবে।
shukhobor24.com-এর নিয়মিত বিভাগগুলো হল কানাডা, বাংলাদেশ ও আন্তর্জাতিক-এর ইতিবাচক খবর; বিনোদন জগতের তারকাদের ও চলচ্চিত্র বিষয়ক খবর; বিভিন্ন খেলাধুলা বিষয়ক সংবাদ, মন্তব্য প্রতিবেদনসহ থাকছে ফিচারধর্মী বেশ কয়েকটি বিভাগ। যেমনঃ বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফস্টাইল ও ফ্যশন, ইতিহাস ও ঐতিহ্য, শিল্প ও সাহিত্য, রঙ্গরসাত্মক আর্টিকেল, কমিউনিটির অগ্রসরমানদের সাক্ষাতকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও প্রতিচিন্তা ছবিসহ নানা বিষয় নিয়ে সাত সতের বিভাগ ইত্যাদি।
এছাড়া shukhobor24.com-এর মাসিক প্রকাশনা প্রতি মাসের সুখবর এর সফট কপিও পড়তে পারা যাবে।
shukhobor24.com ডেস্কটপ থেকে যেমন পড়তে পারবেন তেমনি হাতের মুঠোয় থাকা মোবাইল থেকেও খুব সহজে পড়তে পারবেন। এজন্য আপনার পছন্দের ডিভাইস থেকে shukhobor24.com লিখে ব্রাউজ করতে হবে।
সুখবর’র সম্মানিত পাঠক, আমাদের খবর ও প্রতিবেদন সবার আগে পড়তে shukhobor24.com-এর পেজটিতে লাইক দিন এবং ফলো করুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে।
এই অনলাইনে বিভিন্ন প্রতিবেদন পড়ার পাশাপাশি আপনিও লিখতে পারবেন পজিটিভ সৃজনশীল লেখা। আমাদের কাছে লেখা পাঠানোর ইমেইল হল info@shukhobor24.com এবং shukhobor24@gmail.com। অফিসের ঠিকানায় চিঠি পাঠাতে পারেন 2994 Danforth Ave (suite # 201), Toronto, ON. Canada M4C 1M7.
অনলাইনটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাসিক সুখবরের সম্পাদক তাহসিন রাশেদ শাওন। এর পরিচালনা পর্ষদে চেয়ারম্যান অব দ্যা বোর্ডের দায়িত্বে আছেন ঐতিহ্যবাহী ঘরোয়া রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সৈয়দ শামসুল আলম, ইংরেজি বিভাগের দায়িত্বে থাকছেন রাফি সৈয়দ। এছাড়া টরোন্টোর বাংলা কমিউনিটির প্রগতিশীল, লেখক, ও নেতৃত্বস্থানীয়রা এর পরামর্শক হিসেবে কাজ করছেন।
Chairman Of The Board: Syed Shamsul Alam
Editor in Chief: Tahsen Rashed Shaon
SHOKHOBOR24.COM
2994 DANFORTH AVE. | SUITE# 201
TORONTO. ON. M4C 1M7. CANADA
COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition