‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা

প্রকাশঃ ২১-০৩-০৮ ৪:৫৯:১৩ এএম
আপডেটঃ ২০২৪-১২-৩০ ১২:৫৮:১১ পিএম
লেখকঃ সুখবর ডেস্ক
‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১ পাচ্ছেন যারা
অনলাইন থেকে সংগৃহীত ছবি

ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘স্বাধীনতা পুরস্কার’ ২০২১। নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পেতে যাচ্ছেন এ কে এম বজলুর রহমান (মরণোত্তর), শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু (মরণোত্তর)।

অন্যদিকে, ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে ড. মৃন্ময় গুহ নিয়োগী, ‘সাহিত্য’ ক্ষেত্রে কবি মহাদেব সাহা, ‘সংস্কৃতি’ ক্ষেত্রে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার এবং ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন পেতে যাচ্ছেন পুরস্কারটি।

এছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

Chairman Of The Board: Syed Shamsul Alam

Editor in Chief: Tahsen Rashed Shaon

SHOKHOBOR24.COM

2994 DANFORTH AVE. | SUITE# 201

TORONTO. ON. M4C 1M7. CANADA

COPYRIGHT © 2019. ALL RIGHTS RESERVED. BY Shukhobor24.com About Us Privecy & Policy Terms & Condition